ফেঞ্চুগঞ্জে চলন্ত ট্রেনে পাথর ছুঁড়েছে দুর্বৃত্তরা, যাত্রী আহত
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৭ ডিসেম্বর ২০২৩, ১:০৯:৫০ অপরাহ্ন
অনলাইন ডেস্ক : সিলেটের ফেঞ্চুগঞ্জে আন্তঃনগর ট্রেন জয়ন্তিকা এক্সপ্রেস লক্ষ্য করে পাথর ছুঁড়েছে দুর্বৃত্তরা। দুর্বৃত্তদের ছোঁড়া পাথরের আঘাতে আহত হয়েছেন এক যাত্রী। তার মাথায় আঘাত লেগেছে।
শনিবার সন্ধ্যায় সিলেটের ফেঞ্চুগঞ্জ কটালপুর এলাকায় এ ঘটনা ঘটে। দুর্বৃত্তদের ছোঁড়া পাথর ট্রেনের জানালার কাঁচ ভেঙ্গে ভেতরে ওই যাত্রীর মাথায় আঘাত করে। আহত যাত্রীর নাম ও পরিচয় জানা যায়নি।
ঢাকা থেকে ছেড়ে আসা সিলেটগামী আন্তঃনগর ট্রেন জয়ন্তিকা এক্সপ্রেস ফেঞ্চুগঞ্জের কটালপুর এলাকায় আসার পর দুর্বৃত্তরা ট্রেন লক্ষ করে পাথর ছুঁড়তে থাকে। এ সময় একটি পাথর ট্রেনের জানালার কাঁচ ভেঙে জানালার পাশে বসা এক যাত্রীর মাথায় লাগে। এতে ওই যাত্রী আহত হন।
এ ঘটনায় শনিবার রাত ১২টা পর্যন্ত পুলিশ কাউকে গ্রেফতার করতে পারেনি।