দৈনিক কাজির বাজার সম্পাদকের মায়ের দাফন সম্পন্ন
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৭ ডিসেম্বর ২০২৩, ৮:০৭:১৮ অপরাহ্ন
দৈনিক কাজির বাজার পত্রিকার সম্পাদক ও প্রকাশক বিশিষ্ট ব্যবসায়ী আফছর উদ্দিনের মা ও নগরীর কাজিরবাজার নিবাসী বিশিষ্ট সালিশি ব্যক্তিত্ব মোহাম্মদ মকন হাইস্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা মরহুম মোহাম্মদ মকন মিয়ার কন্যা এবং বিশিষ্ট সমাজসেবী মরহুম আলহাজ কামাল উদ্দিনের স্ত্রী মোছাঃ হামিদা খাতুনের নামাজে জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে। শনিবার (১৬ ডিসেম্বর) বাদ মাগরিব কাজিরবাজারস্থ হযরত গায়বী শাহ (রহঃ) মাজার সংলগ্ন মাঠে অনুষ্ঠিত হয়।
পরে হযরত গায়বী শাহ (রহঃ) মাজার সংলগ্ন পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়।
বিপুল সংখ্যক মানুষের উপস্থিতিতে অনুষ্ঠিত জানাজার নামাজে ইমামতি করেন মোহাম্মদ মকন জামে মসজিদের ইমাম ও খতিব হযরত মাওলানা শফিকুর রহমান।
জানাজায় রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ ও ব্যবসায়ীসহ বিভিন্ন পর্যায়ের লোকজন উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, মোছাঃ হামিদা খাতুন গত ১৫ ই ডিসেম্বর বেলা ১২:৪০ মিনিটে বার্ধক্যজনিত কারণে নগরীর একটি বেসরকারি হাসপাতালে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০ বছর। মৃত্যুকালে তিনি ২ ছেলে, ২ মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।-বিজ্ঞপ্তি