৩৫নং ওয়ার্ড কাউন্সিলর জাহাঙ্গীরের কার্যালয় উদ্বোধন
ক্লিন ও গ্রীণ সিটি পরিণত হবে সিলেট : সিসিক মেয়র
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৭ ডিসেম্বর ২০২৩, ১১:৩১:২৪ অপরাহ্ন
ডাক ডেস্ক : সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী বলেছেন, নাগরিক সেবা নিশ্চিত করতে সিটি কর্পোরেশনের বর্তমান পরিষদ বদ্ধ পরিকর। এ জন্য মহাপরিকল্পনা প্রণয়ন করা হবে। দলমত নির্বিশেষে সবাইকে নিয়ে সিলেট মহানগরীকে একটি ক্লিন ও গ্রীণ সিটিতে পরিণত করতে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
মেয়র গত শুক্রবার নগরীর মেজরটিলা মোহাম্মদপুরে ৩৫ নং ওয়ার্ড কাউন্সিলর জাহাঙ্গীর আলমের কার্যালয় উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী বলেন, আমরা অতি সম্প্রীতি সিলেট নগরীর দায়িত্ব গ্রহণ করেছি। নগরবাসী যে আশা আকাংখা নিয়ে আমাকে বিপুল ভোটে নির্বাচিত করেছেন জনগণের সেই প্রত্যাশা পূরণে আমিসহ সংশ্লিষ্ট কাউন্সিলরগণ আন্তরিকতার সাথে কাজ শুরু করেছি। বিশেষ করে নগরীর বর্ধিত অংশের উন্নয়নকে সর্বোচ্চ গুরুত্ব দেয়া হচ্ছে বলে জানান মেয়র।
উদ্বোধনী অনুষ্ঠানে ৩৫ নং ওয়ার্ড কাউন্সিলর জাহাঙ্গীর আলম বলেন, এলাকাবাসীর সুবিধার্থে জনগণের দোর গোড়ায় সেবা পৌঁছে দেয়ার লক্ষে কাউন্সিলরের কার্যালয় উদ্বোধন করা হয়েছে। ইতোমধ্যে ৩৫ নং ওয়ার্ডে উন্নয়ন কাজ শুরু হয়েছে। আরো অনেক উন্নয়ন কাজ সম্পন্ন হবে। এলাকাবাসী এর সুফল ভোগ করবেন, সেই সাথে জনদুর্ভোগ লাঘব হবে।
অনুষ্ঠানে এলাকার বিভিন্ন শ্রেণি পেশার বিপুল সংখ্যক লোকজন ছাড়াও অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ৩২ নং ওয়ার্ড কাউন্সিলর রুহেল আহমদ, ৩৩নং ওয়ার্ড কাউন্সিলর দেলোয়ার হোসেন নাদিম, ৩৪ নং ওযার্ড কাউন্সিলর জয়নাল আবেদীন, ৩১, ৩২ ও ৩৩ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর সাজেদা বেগম এবং ৩৪, ৩৫ ও ৩৬ নং সংরক্ষিত ওয়ার্ডের মহিলা কাউন্সিলর হাজেরা বেগম প্রমুখ।