শামীম ওসমান হঠাৎ যে কারণে শাহজালালের মাজারে হাজির
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৮ ডিসেম্বর ২০২৩, ২:১৮:৪৬ অপরাহ্ন
অনলাইন ডেস্ক : নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা শুরুর আগে সিলেটে হযরত শাহজালাল (রাঃ) ও হযরত শাহ পরাণ (রাঃ) এর মাজার জিয়ারত করেছেন নারায়ণগঞ্জ-৪ আসনে আওয়ামী লীগের প্রার্থী ও সংসদ সদস্য একেএম শামীম ওসমান।
রোববার (১৭ ডিসেম্বর) রাতে তিনি একমাত্র পুত্র অয়ন ওসমানকে নিয়ে দুই মাজার জিয়ারত করেন। এ সময় তাদের সাথে নারায়ণগঞ্জ যুবলীগ ও ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
শামীম ওসমানের সফসরঙ্গী ও যুবলীগ নেতা আহম্মেদ কাউসার তথ্যটি নিশ্চিত করেছেন।
সোমবার (১৮ ডিসেম্বর) নৌকায় ভোট চেয়ে আনুষ্ঠানিক প্রচারণায় নামার কথা রয়েছে শামীম ওসমানের। এর একদিন আগে তিনি হাজির হলেন সিলেটে।
গত ২৮ নভেম্বর নারায়ণগঞ্জ প্রেস ক্লাব ভবনে অনুষ্ঠিত প্রেস ব্রিফিংয়ে শামীম ওসমান জানিয়েছিলেন, পিতা-মাতা ও নারায়ণগঞ্জ আওয়ামী লীগের প্রয়াত সিনিয়র নেতৃবৃন্দের কবর জিয়ারত করে আনুষ্ঠানিক প্রচারণা শুরু করবেন তিনি।
সূত্র জানিয়েছে, সোমবার প্রচারণা শুরুর আগে নিজ পিতা-মাতা ও আওয়ামী লীগের প্রয়াত নেতৃবৃন্দের কবর জিয়ারত করবেন তিনি।