কেটলি প্রতীক পেয়েছেন মাওলানা মোহাম্মদ হুছামুদ্দীন
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৮ ডিসেম্বর ২০২৩, ৮:১৩:৪৪ অপরাহ্ন
অনলাইন ডেস্ক : কেটলি প্রতীক পেয়েছেন সিলেট-৫ আসনের স্বতন্ত্র প্রার্থী ও আনজুমানে আল ইসলাহের সভাপতি মাওলানা মোহাম্মদ হুছামুদ্দীন চৌধুরী।
সোমবার (১৮ ডিসেম্বর) সকাল ৯টা থেকে বেলা ২টা পর্যন্ত জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক শেখ রাসেল হাসানের কার্যালয়ে প্রতীক বরাদ্দের কার্যক্রম শুরু হয়। পরে প্রার্থীদের সঙ্গে মতবিনিময় করেন রিটার্নিং কর্মকর্তা।
সিলেট-৫ আসনে অন্যান্য প্রাথীর প্রতীক হলো, আওয়ামী লীগের মাসুক উদ্দিন আহমদ নৌকা, স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগ নেতা আহমদ আল কবির ট্রাক্টর, তৃণমূল বিএনপির কুতুব উদ্দীন আহমদ শিকদার সোনালী আঁশ, জাতীয় পার্টির শাব্বীর আহমদ লাঙ্গল, বাংলাদেশ কংগ্রেসের মো. বদরুল আলম ডাব এবং বাংলাদেশ মুসলিম লীগ (বিএমএল) এর মো. খায়রুল ইসলাম পেয়েছেন হাতপাঞ্জা।
এর আগে গত ৫ ডিসেম্বর গণভবনে গিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন মাওলানা হুছামুদ্দীন। ওই সাক্ষাতের খবরে সিলেটজুড়ে নানা আলোচনা শুরু হয়।