হরতালের সমর্থনে পাগলা বাজারে বিএনপির মশাল মিছিল
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২০ ডিসেম্বর ২০২৩, ১২:২২:০৬ অপরাহ্ন
অনলাইন ডেস্ক : নিরপেক্ষ ও নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের একদফা দাবিতে বিএনপির ডাকা হরতালের সমর্থনে মশাল মিছিল করেছে শান্তিগঞ্জ উপজেলা বিএনপি।
সোমবার (১৮ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টায় উপজেলার পাগলা বাজার বাসস্ট্যান্ডে মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলে নেতৃত্ব দেন সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি ফারুক আহমদ।
মিছিলটি সন্ধ্যা সাড়ে ৬টায় পাগলা বাজারের পশ্চিমাংশ থেকে শুরু হয়। সরকারবিরোধী স্লোগান দিয়ে মিছিলটি বাজারের সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কের বীরগাঁও রোডের সামনে এসে শেষ হয়। পরে সংক্ষিপ্ত সভায় বক্তব্য রাখেন ফারুক আহমদ।
বক্তব্যে উপজেলা বিএনপির সভাপতি ফারুক আহমদ বলেন, “বিএনপিসহ সমমনা কোনো দল প্রহসনের এই নির্বাচন মেনে নেয়নি, নেবেও না। সুতরাং এই নির্বাচনকে প্রতিহত করতে হবে। এক দলীয় নির্বাচন, এক দলীয় শাসন কায়েম করতে আমরা দেব না। আমাদের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ সকল রাজবন্দিদের মুক্তি দিয়ে নতুন তপশিল ঘোষণা না করা পর্যন্ত আমাদের আন্দোলন চলবে।”
বিক্ষোভ মিছিলে শান্তিগঞ্জ উপজেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।