৬০ কলেজের অংশগ্রহণে রাগীব-রাবেয়া মেধাবৃত্তি অনুষ্ঠিত
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৯ ডিসেম্বর ২০২৩, ৮:৩৩:১২ অপরাহ্ন
অনলাইন ডেস্ক : রাগীব-রাবেয়া বৃত্তি পরিষদের উদ্যোগে রাগীব-রাবেয়া জুনিয়র মেধা বৃত্তি ২০২৩ অনষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৯ ডিসেম্বর) সকাল ১০টায় লিডিং ইউনিভার্সিটির ক্যাম্পাসে মেধা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। বৃত্তি পরীক্ষায় সিলেটের ৬০টি কলেজ ও মাদ্রাসার চারশত পঞ্চাশ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। পরীক্ষায় কৃতি ১০ জন শিক্ষার্থীকে দশ হাজার টাকা থেকে সর্বনিম্ন আড়াই হাজার টাকা, সার্টিফিকেট ও পুরস্কার প্রদান করা হয়েছে।
বিকাল ২টায় লিডিং ইউনিভার্সিটির ২য় একাডেমিক ভবন প্রাঙ্গণে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে রাগীব-রাবেয়া ফাউন্ডেশন এবং লিডিং ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান দানবীর ড. রাগীব আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. রমা বিজয় সরকার।
এতে সন্মানিত অতিথি হিসেবে লিডিং ইউনিভার্সিটির ট্রেজারার শ্রীযুক্ত বনমালী ভৌমিক এবং বিশেষ অতিথি হিসেবে লিডিং ইউনিভার্সিটি ট্রাস্টি বোর্ডের ভাইস চেয়ারম্যান আব্দুল হাই উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে সিলেট শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. রমা বিজয় সরকার বলেন, আজকের এ অনুষ্ঠান সত্যিই একটি মহতি উদ্যোগ। শিক্ষার্থীদের উদ্যেশে তিনি বলেন, এধরনের প্রতিযোগিতায় অংশগ্রহণ করাই বড় প্রাপ্তি, প্রথম হওয়া বড় কথা নয়। আজ সবাই বিজয়ী আর এখন থেকেই শিক্ষার্থীদের ভবিষ্যত কথা ভেবে পিতা মাতার কথা মেনে চলে বড় হওয়ার স্বপ্ন নিয়ে এগিয়ে যেতে হবে। ভালো মানুষ হওয়ার স্বপ্ন এবং স্বপ্নকে বাস্তবায়িত করতে চেষ্টা করতে হবে। শিক্ষা দিয়েই পরিবর্তন আসে আর এই স্মার্ট বাংলাদেশ গড়তে স্মার্ট নাগরিক হতে হবে। নিয়মানুবর্তিতা, মনোযোগী হওয়া এবং সমাজের ভালোর জন্য কিছু করা প্রয়োজন।
তিনি আরো বলেন, জ্ঞান অর্জনে স্মার্ট ফোন ব্যবহার করা যায় যেখানে ইতিবাচক অনেক কিছু শিখার আছে। তিনি দানবীর রাগীব আলীর প্রতি স্পেশাল কৃতজ্ঞতা জানিয়ে সিলেটে শিক্ষা উন্নয়নের মেন্টরকে ধন্যবাদ জ্ঞাপন করেন।
সভাপতির বক্তব্যে দানবীর ড. রাগীব আলী বলেন, আজকের এই মেধা বৃত্তির পুরস্কার তোমাদেরকে ভবিষ্যৎ ভালো মানুষ হওয়ার জন্য অনুপ্রেরণা জোগাবে। শিক্ষার পাশাপাশি সমাজে একজন উপযুক্ত মানুষ হয়ে তোমাদেরকে দেশের উন্নয়নে কাজ করতে হবে। লিডিং ইউনিভার্সিটির এই সুন্দর পরিবেশে আজকের এ অনুষ্ঠানে আসার জন্য তিনি অভিভাবকসহ শিক্ষার্থীদের ধন্যবাদ জানান।
তিনি সিলেট শিক্ষা বোর্ডের চেয়ারম্যানকেও এখানে এসে তরুণ শিক্ষার্থীদের অনুপ্রেরণা প্রদান করার জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন এবং ভবিষ্যতে আরো বৃহৎ পরিসরে মেধা বৃত্তি প্রতিযোগিতার আয়োজন করার জন্য আয়োজক পরিষদকে বলেন।
অনুষ্ঠানে মেধা বৃত্তি পরীক্ষার ফলাফলে কৃতি শিক্ষার্থী এবং অংশগ্রহণকারী শিক্ষার্থী এবং বিজয়ীদের ক্রেস্ট, সনদ ও নগদ অর্থ প্রদান করেন অতিথিবৃন্দ ।
বিজয়ীদের মধ্যে প্রথম বিজয়ী নগদ দশ হাজার টাকাসহ পুরস্কার গ্রহণ করে মোরালী চাঁদ কলেজের শিক্ষার্থী সঞ্চিতা দাস আাঁখি। প্রতিযোগিতায় দ্বিতীয় এবং তৃতীয় একই কলেজের শিক্ষার্থী জনারধন রায় প্রমিত এবং ইফতেখার হোসেইন, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ এবং সপ্তম স্কলার্সহোম কলেজের অনন্য পাল, সাদমান সাহাব, তাসফিয়া হোসেন এবং আনিকা তাসনীম মাইশা, অষ্টম সিলেট সরকারি মহিলা কলেজের সারওয়াদ হাসান, নবম এবং দশম লথিফা সফি চৌধুরী মহিলা কলেজের মিথিলা দত্তা এবং নাসিমা ফেগম দিবা।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ে সুন্দর ও সুষ্ঠু পরিবেশে বৃত্তি পরীক্ষা সম্পন্ন হওয়াই শিক্ষার্থীদের সাথে আসা অভিভাবকগণ সন্তুষ প্রকাশ করেন।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে মেধা বৃত্তি পরীক্ষায় অংশগ্রহনকারী শিক্ষার্থীদের উৎসাহমূলক বক্তব্য প্রদান করেন ড. মো. রেজাউল করিম। এতে স্বাগত বক্তব্য প্রদান করেন রাগীব রাবেয়া বৃত্তি পরিষদের সভাপতি মো. লোকমান আলী।
অনুষ্ঠানে দিরাই সরকারি কলেজের প্রাক্তন অধ্যাপক এইচ এম ফারুক, লিডিং ইউনিভার্সিটির প্রক্টর মো. মাহবুবুর রহমান, সিলেট শিক্ষা বোর্ডের সহকারি পরীক্ষা নিয়ন্ত্রক মো. ফারুক আহমেদ, লিডিং ইউনিভার্সিটির ইসলামিক স্টাডিজ বিভাগের বিভাগীয় প্রধান ড. মুহাম্মদ জিয়াউর রহমান, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তাবৃন্দ এবং রাগীব-রাবেয়া বৃত্তি পরিষদের উপদেষ্টা মাওলানা বুরহান হোসাইন এবং পরিষদের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
বৃত্তি পরীক্ষায় সার্বিক দায়িত্বে ছিলেন রাগীব-রাবেয়া বৃত্তি পরিষদের সভাপতি মো. লোকমান, সহ-সভাপতি এম. আলী হোসাইন, নাসির উদ্দিন, ফয়ছল আহমদ মামুন, সাধারণ সম্পাদক মাসুক আহমেদ, কোষাধ্যক্ষ এখলাছুর রহমান নাহিদ, সাংগঠনিক সম্পাদক জালাল উদ্দিন, সহ-সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন, প্রচার সম্পাদক সাইমুম বিল্লাহ, সহ-প্রচার সম্পাদক কামরান আহমেদ, অফিস সম্পাদক একতার হোসেন।
অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন লিডিং ইউনিভার্সিটির ছায়া জাতিসংঘের এক্সেকিউটিভ সদস্য শারফুন নাহার।