সিলেট থেকেই নির্বাচনী প্রচার শুরু করবেন শেখ হাসিনা
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৯ ডিসেম্বর ২০২৩, ১১:১৫:২৯ অপরাহ্ন
অনলাইন ডেস্ক : সিলেট থেকেই নির্বাচনী প্রচারনা শুরু করবেন আওয়ামী লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামীকাল বুধবার থেকে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণা শুরু করতে যাচ্ছেন তিনি।
তিনি আগামীকাল (২০ ডিসেম্বর) সিলেটে হজরত শাহজালাল (র.) ও শাহপরানের (র.) মাজার জিয়ারত ও সিলেট সরকারি আলিয়া মাদরাসা মাঠে জনসভার মাধ্যমে নির্বাচনী প্রচারণা আনুষ্ঠানিকভাবে শুরু করবেন।
সফরসূচি অনুযায়ী, বুধবার সকালে বিমানে ঢাকা থেকে সিলেটে পৌঁছাবেন শেখ হাসিনা। সেখানে পৌঁছেই তিনি দুই সুফিসাধকের মাজার জিয়ারত করবেন। মাজার জিয়ারতের পর বিকেলে নগরের সরকারি আলিয়া মাদ্রাসার মাঠে নির্বাচনী জনসভায় যোগ দেওয়ার কথা রয়েছে শেখ হাসিনার।
প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে সিলেটজুড়ে দলের নেতা-কর্মী, সমর্থকদের মধ্যে উৎসবের আমেজ বিরাজ করছে। সফরকে সফল করতে ব্যাপক প্রস্তুতি নিচ্ছে আওয়ামী লীগ ও তাদের অঙ্গ-সংগঠনগুলো। মঙ্গলবারও প্রধানমন্ত্রীর জনসভাস্থল পরিদর্শন করেছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক। জনসভায় ১০ লাখ লোক সমাগমের আশা করা হচ্ছে। নৌকার আদলে তৈরি করা হচ্ছে সভামঞ্চ।
এই সমাবেশের মাধ্যমে দেশজুড়ে নির্বাচনী উত্তাপ ছড়িয়ে দেয়ার লক্ষ্য দলটির।
এদিকে, প্রধানমন্ত্রীর সিলেট সফরকে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থা নিশ্ছিদ্র করার ব্যাপক উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
জানা যায়, বুধবার সকালে বিমানযোগে সিলেট পৌঁছে মাজার জিয়ারত করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর সার্কিট হাউসে স্থানীয় নেতাদের সঙ্গে কুশল বিনিয়ম করবেন। দুপুর ২ টায় জেলা ও মহানগর আওয়ামী লীগ আয়োজিত সরকারি আলীয়া মাদরাসা মাঠে দলীয় জনসভায় যোগ দেবেন।
প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে সিলেট নগরকে নিরাপত্তার চাদরে মোড়ে দেয়া হয়েছে। মোড়ে মোড়ে বসানো হয়েছে চেকপোস্ট। কিছু সড়কে যান চলাচল মঙ্গলবার থেকে সীমিত করে দেয়া হয়েছে। পুলিশের পাশপাশি বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনী নিরাপত্তা নিশ্চিতের দায়িত্বে নিয়োজিত রয়েছে। এ ছাড়া তৎপর রয়েছেন গোয়েন্দা সংস্থাগুলোর কর্মকর্তারা।
সিলেট মহানগর পুলিশের উপ-কমিশনার (উত্তর) আজবাহার আলী শেখ বলেন, প্রধানমন্ত্রীর সফরকে নিশ্ছিদ্র করতে আইনশৃঙ্খখলা বাহিনী প্রস্তুত রয়েছে। সাদা পোশাকে বিভিন্ন বাহিনীর সদস্যরা মাঠে তৎপর রয়েছে।