সিলেট-সুনামগঞ্জ সড়কে ট্রাকের ধাক্কায় ধুমড়েমুচড়ে সিএনজি খাদে
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২০ ডিসেম্বর ২০২৩, ১২:১২:২০ অপরাহ্ন
গোবিন্দগঞ্জ ছাতক প্রতিনিধি : সিলেট-সুনামগঞ্জ সড়কে ট্রাক-সিএনজি অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে ধুমড়েমুচড়ে গেল সিএনজি। গুরুতর আহত হয়েছেন সিএনজি চালকসহ ৪ জন।
মঙ্গলবার (১৯ ডিসেম্বর) সন্ধা ৬টা ৪০ মিনিটে সিলেট-সুনামগঞ্জ সড়কে ছাতকের আলাপুরে এ দুর্ঘটনাটি ঘটে।
স্থানীয়রা জানায়, সিলেট থেকে সুনামগঞ্জগামী বিয়ের মালামাল ভর্তি ট্রাক (মৌঃ ড ১১-০০১৫) সিলেটগামী অনটেস্ট সিএনজির মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে সিএনজি দুমড়েমুচড়ে খাদে পড়ে যায়। দূর্ঘটনায় আহত একজনকে স্থানীয় কৈতক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সিএনজি চালকসহ ৩ জনকে গুরুত্বর আহত অবস্তায় সিলেট ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জয়কলস হাইওয়ে পুলিশের ইনচার্জ কবির আহমদ জানান, দূর্ঘনায় কবলিত ট্রাক সিএনজি জব্ধ করা হয়েছে। পুলিশ আসার আগেই ট্রাক চালক পলিয়ে গেছে।
রাত ১১টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত আহতদের নাম-ঠিকানা পাওয়া যায় নি।