শেরপুরে বালির নিচে থেকে ২৪০ বস্তা ভারতীয় চিনি আটক
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২১ ডিসেম্বর ২০২৩, ১০:২৩:০৫ অপরাহ্ন

শেরপুর (মৌলভীবাজার) থেকে নিজস্ব সংবাদদাতা: ট্রাকে চিনির বস্তা তুলে তার উপরে বালি দিয়ে ঢেকে পাচার করছিল। পুলিশ সন্দেহজনক ট্রাকে তল্লাশীর সময় বালির নিচে থেকে ২৪০ বস্তা অবৈধ ভারতীয় চিনি আটক করে।
গতকাল বুধবার দুপুর ১২টায় শেরপুর মুক্তযোদ্ধা চত্বর এলাকা থেকে চিনিসহ ট্রাকটি (ঢাকা মেট্রো ট-২০-৮১৫০) আটক করে শেরপুর হাইওয়ে থানা পুলিশ।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, শেরপুর হাইওয়ে থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে শেরপুর মুক্তিযোদ্ধা চত্বর এলাকায় ট্রাকটিকে দাঁড়ানোর জন্য নির্দেশ করে। ট্রাকটি পুলিশের বাঁধা অমান্য করে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পুলিশ ধাওয়া করলে চোরাকারবারীরা ট্রাক ফেলে পালিয়ে যায়। পরে তল্লাশী করলে ট্রাকের উপরে বালির নিচ থেকে ২৪০ বস্তা অবৈধ ভারতীয় চিনি জব্দ করা হয়।
শেরপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ পরিমন চন্দ্র দেব জানান, ট্রাকটি সিগনাল অমান্য করে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশ ধাওয়া করলে চোরাকারবারীরা ট্রাক ফেলে পালিয়ে যায়। এব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।