শিল্পপতি আব্দুল করিম নাজিম সিআইপি নির্বাচিত
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৩ ডিসেম্বর ২০২৩, ১২:০৬:২৮ অপরাহ্ন
অনলাইন ডেস্ক : শাহজালাল ইসলামী ব্যাংক লিমিটেডের ভাইস চেয়ারম্যান, বঙ্গবন্ধু পরিবারের ঘনিষ্টজন, বিশিষ্ট চা কর ও শিল্পপতি আব্দুল করিম নাজিম বাংলাদেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি স্বরূপ সিআইপি নির্বাচিত হয়েছেন।
রাষ্ট্রপতির আদেশক্রমে সম্প্রতি উপসচিব দীপক কুমার রায় স্বাক্ষরিত এক পত্রে আব্দুল করিম নাজিমকে সিআইপি নির্বাচিত করার তথ্য প্রকাশ করা হয়।
শিল্পক্ষেত্রে সরাসরি বিনিয়োগকারী অনিবাসি বাংলাদেশী ক্যাটাগরিতে, বাংলাদেশে বৈধ চ্যানেলে সর্বাধিক বৈদেশিক মুদ্রা প্রেরণকারী অনিবাসি বাংলাদেশী ক্যাটাগরিতে এবং বিদেশে বাংলাদেশী পণ্যের আমদানিকারক অনিবাসি বাংলাদেশী ক্যাটাগরিতে বাণিজ্যিক গুরুত্বপূর্ণ ব্যক্তি (অনিবাসি বাংলাদেশী) বা সিআইপি (এনআরবি) হিসেবে নির্বাচিত হন তিনি।
আব্দুল করিম নাজিম সিলেটের বিয়ানীবাজার উপজেলার মাথিউরা ইউনিয়নের বাসিন্দা এবং শিল্পপতি ও যুক্তরাজ্য আওয়ামী লীগের সাবেক সভাপতি সামস উদ্দিন খানের ভাগ্না। তিনি দৈনিক সিলেটের ডাকের ব্যবস্থাপনা সম্পাদক ও সিলেট মহানগর আওয়ামী লীগের সদস্য ওয়াহিদুর রহমান ওয়াহিদের খালাতো ভাই।
তাঁর পিতা যুক্তরাজ্যের ব্যবসায়ী আব্দুল আজিম, মাতা হারিছুন নেছা ও পুত্র-কন্যাসহ যুক্তরাজ্যে বসবাস করে আসছেন তিনি।