সিলেট জেলা যুবদল সভাপতি অ্যাডভোকেট মুমিনুল গ্রেপ্তার
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৩ ডিসেম্বর ২০২৩, ৬:৪৮:৩১ অপরাহ্ন
অনলাইন ডেস্ক : সিলেট জেলা যুবদল সভাপতি অ্যাডভোকেট মুমিনুল ইসলাম মুমিনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ শনিবার বিকেল পৌনে ৪টার দিকে নগরের বন্দরবাজার এলাকা থেকে সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরীর সাথে তাকে গ্রেপ্তার করা হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, দ্বাদশ জাতীয় নির্বাচন বর্জন ও আগামীকাল রবিবারের অবরোধ সফল করতে বিকেলে নগরীর বন্দর বাজার জামে মসজিদ এলাকায় লিফলেট বিতরণ করছিলেন বিএনপির নেতাকর্মীরা। এ সময় পুলিশ মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী ও জেলা যুবদল সভাপতি অ্যাডভোকেট মুমিনুল ইসলাম মুমিনকে গ্রেপ্তার করে নিয়ে যায়।
দলের নেতাকর্মীরা এ সময় তাদেরকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করেও সফল হননি।
সিলেট মহানগর পুলিশের (এসএমপি) উপ কমিশনার (গণমাধ্যম) মোহাম্মদ সাইফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে বলেন, ‘বিকেলে বন্দরবাজার এলাকা থেকে এমাদাদ হোসেন চৌধুরী ও মুমিনুল ইসলাম মুমিনকে গ্রেপ্তার করা হয়েছে।’