বর্ণাঢ্য আয়োজনে মৌলভীবাজার সমিতির বার্ষিক সাধারণ সভা
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৩ ডিসেম্বর ২০২৩, ৯:১৪:১১ অপরাহ্ন
অনলাইন ডেস্ক : বর্ণাঢ্য আয়োজনে সিলেটে বসবাসরত মৌলভীবাজার জেলাবাসীদের সংগঠন ‘মৌলভীবাজার সমিতি সিলেট’ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২২ ডিসেম্বর) সন্ধ্যায় নগরীর জেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডা. মৃগেন কুমার দাস চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আহমদ মাহবুব ফেরদৌসের সঞ্চালনায় সভার শুরুতে পবিত্র কালামে পাক থেকে তেলাওয়াত করেন মাওলানা ক্বারী কে এম আশরাফ আলী। গীতা পাঠ করেন বীর মুক্তিযোদ্ধা চিত্ত রঞ্জন দেব।
স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সভা বাস্তবায়ন কমিটির আহবায়ক এডভোকেট বদরুল আহমদ চৌধুরী।
সভায় সমিতির চলতি বছরের বাস্তবায়িত বিভিন্ন কার্যক্রম ও প্রতিবেদন পেশ করেন সমিতির সাধারণ সম্পাদক আহমদ মাহবুব ফেরদৌস। আয়ব্যয়ের হিসাব উপস্থাপন করেন সমিতির অর্থ সম্পাদক এডভোকেট সাইফুর রহমান।
বার্ষিক সাধারণ সভায় সমিতির উপদেষ্টা সিলেট সিটি কর্পোরেশনের সদ্য বিদায়ী মেয়র আরিফুল হক চৌধুরীকে সংবর্ধনা প্রদান করা হয়। এ সময় তাকে সম্মাননা ক্রেস্ট প্রদান করেন সমিতির নেতৃবৃন্দ।
সমিতির পক্ষ থেকে সম্মাননা প্রদান করায় আরিফুল হক চৌধুরী এ সময় সমিতির সকলের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, আমি মৌলভীবাজার সমিতির কল্যাণে অতীতের ন্যায় আগামীতেও কাজ করে যাবো।
সভায় বক্তব্য রাখেন সমিতির সাবেক সভাপতি, নর্থ ইস্ট মেডিকেল কলেজের সাবেক অধ্যাপক ডা. আজিজুর রহমান, শাবিপ্রবির সাবেক রেজিস্ট্রার জামিল আহমদ চৌধুরী, সিলেট জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এডভোকেট আব্দুল খালিক, দেওয়ান তৌফিক মজিদ লায়েক, সমিতির উপদেষ্টা স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক পরিচালক ডা. মামুন পারভেজ, এডভোকেট চৌধুরী আতাউর রহমান আজাদ, অবসরপ্রাপ্ত ব্যাংকার মো. জসীম উদ্দিন, প্রফেসর ড. মো. তাজ উদ্দিন ও ব্যাংকার মো. হুমায়ুন কবির, সমিতির শিক্ষা ট্রাস্টের চেয়ারম্যান প্রফেসর নন্দলাল শর্মা, প্রফেসর চৌধুরী মামুন আকবর, জীবন সদস্য অবসরপ্রাপ্ত অধ্যাপক ননীগোপাল রায়, অধ্যাপক সৈয়দ আব্দুল ওয়াদুদ, সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক মো. আব্দুর রফিক, সমিতির সাবেক সাধারণ সম্পাদক মো. সিকন্দর আলী, ডা. মখলিছুর রহমান, এডভোকেট রেজাউর রহমান চৌধুরী, সহকারী অধ্যাপক এম এ আজিজ, মো. সোয়েব আহমদ, মো. আবুল হোসেন, আব্দুল বাছিত তুহিন, নুরুল ইসলাম খোকা, মাওলানা ফিরোজ উদ্দিন ও মাওলানা আব্দুল খালিক।
অনুষ্ঠানে সমিতির কার্যনির্বাহী পরিষদের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহসভাপতি প্রফেসর ডা. মো. হেলাল উদ্দিন, মো. রুস্তম খান ও লায়ন শামীম আরা বেগম বেবী, যুগ্ম সাধারণ সম্পাদক ওয়াহিদুর রহমান ওয়াহিদ ও মোহাম্মদ মফিক আলী, এডভোকেট অরূপ শ্যাম বাপ্পী, একেএম ওয়াহিদুর রব জগলু, ডা. ফজলুল হক সুহেল, শহীদুর রহমান স্বপন, অঞ্জন কুমার দাস, বাবুল সিদ্দিকী, সৈয়দ মহসিন হোসেন, এডভোকেট সাইফুর রহমান খন্দকার রানা প্রমুখ।