হবিগঞ্জে ট্রেনের বগি লাইনচ্যুত
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৪ ডিসেম্বর ২০২৩, ২:০২:৩৯ অপরাহ্ন
অনলাইন ডেস্ক : হবিগঞ্জের মাধবপুর উপজেলার মনতলা রেলস্টেশনে মালবাহী ট্রেনের বগি লাইনচ্যুত হয়েছে। তবে সিলেটের সঙ্গে সারা দেশের ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে বলে মনতলা স্টেশনমাস্টার নিশ্চিত করেছেন।
আখাউড়া-সিলেট রেলওয়ে সেকশনের হবিগঞ্জের মাধবপুর উপজেলার মনতলা রেলওয়ে স্টেশনে রোববার সকাল সোয়া ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
মনতলা স্টেশনমাস্টার আতাউর রহমান খাদেম জানান, রোববার সকাল ৯টা ১৫ মিনিটের দিকে আখাউড়া থেকে শ্রীমঙ্গল যাওয়ার পথে ১নং লাইন ধরে মনতলা স্টেশন অতিক্রম করছিল ট্রেনটি। এ সময় মেকানিক্যাল ত্রুটির কারণে জ্বালানি তেল বহনকারী ৯৬১নং মালগাড়িটির পেছনের গার্ড কমপার্টমেন্টটি ট্রলির ওপর থেকে ছিটকে বাইরের দিকে পড়ে যায়।
এতে ১নং লাইনটি বন্ধ রয়েছে। তবে অন্য লাইনে সিলেটের সঙ্গে সারা দেশের ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে। আখাউড়া থেকে একটি উদ্ধারকারী ট্রেন রওনা দিয়েছে।