ট্রাকচাপায় ছেলেসহ নর্থইস্ট হাসপাতালের রেজিস্টার নিহত
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৬ ডিসেম্বর ২০২৩, ১২:২২:৪৮ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : দক্ষিণ সুরমার হুমায়ুন রশীদ চত্বরে সোমবার রাত ১০টায় ট্রাক-কাভার্ড ভ্যান ও সিএনজি অটোরিক্সার ত্রিমুখী সংঘর্ষে একজন চিকিৎসক ও তার ১৫ বছর বয়সী ছেলের মৃত্যু হয়েছে। এ দুর্ঘটনায় ওই চিকিৎসকের স্ত্রীও গুরুতর আহত হয়েছেন। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহতরা হলেন- নর্থ ইস্ট ক্যান্সার হাসপাতালের চিকিৎসক ডা. তৌহিদুর রশিদ চৌধুরী (৪৫) ও তার ছেলে তানহা চৌধুরী। তানহা স্কলার্সহোম দক্ষিণ সুরমা ক্যাম্পাসে নবম শ্রেণিতে পড়তো।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, হুমায়ুন রশীদ চত্বরে দুটি ট্রাক একটি অপরটিকে ওভারটেক করতে গিয়ে অটোরিকশাটিকে চাপা দেয়। এ সময় অটোরিকশায় থাকায় যাত্রীরা গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে নর্থ ইস্ট মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে তাদের মৃত ঘোষণা করেন। এ ঘটনায় অটোরিকশাচালক আহত হয়েছেন।
নর্থ ইস্ট হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক অধ্যাপক ডা: নাজমুল ইসলাম জানান, নিহত ডা: তৌহিদের গ্রামের বাড়ি চট্টগ্রাম জেলায়। তিনি নর্থ ইস্ট ক্যান্সার হাসপাতালের একজন নিবেদিতপ্রাণ চিকিৎসক ছিলেন। তার মৃত্যু সংবাদে সবাই শোকাহত। ডা: তৌহিদ চেইন শপ স্বপ্নতে বাজার করে বাসায় ফিরছিলেন বলে জানান তিনি।
সিলেট মহানগর পুলিশের মুখপাত্র সাইফুল ইসলাম জানান, দুর্ঘটনায় চিকিৎসক তৌহিদের স্ত্রীও গুরুতর আহত হয়েছেন। তাকে নর্থ ইস্ট হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
দুর্ঘটনায় সিএনজি অটোরিক্সার চালকও আহত হয়েছেন মর্মে ধারণা করছে পুলিশ। দক্ষিণ সুরমা থানার ডিউটি অফিসার এস আই ইসমাইল জানান, সিএনজি অটোরিক্সার অবস্থা দেখে তাদের এমন ধারণা। তাকে হয়তো কোন হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।