শাহপরাণ থানায় মাদক ও জঙ্গিবাদবিরোধী সভা
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৯ ডিসেম্বর ২০২৩, ১:১৭:৩৫ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) শাহপরাণ থানার উদ্যোগে মাদক, জঙ্গিবাদ, ইভটিজিং ও সন্ত্রাসবিরোধী বিট পুলিশিং ও কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে শাহপরাণ থানা কম্পাউন্ডে এ সভার আয়োজন করা হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্যে সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) সুহেল রেজা পিপিএম বলেন, যে কোন অপরাধ দমন পুলিশের একার পক্ষে সম্ভব নয়। অপরাধ নির্মূলে সবার আগে প্রয়োজন গণসচেতনতা। পুলিশের সাথে জনগণের সম্পৃক্ততা বৃদ্ধির জন্য বিট ও কমিউনিটি পুলিশিং এর বিকল্প নেই।
তিনি বলেন, সামাজিক শান্তি ও শৃংখলা বজায় রাখতে বিট ও কমিউনিটি পুলিশিং কার্যক্রম আরো জোরদার করতে হবে। কারণ বিট পুলিশিং ও কমিউনিটি পুলিশিং কার্যক্রম জনতা এবং পুলিশের মধ্যে সেতু বন্ধন রচনা করেছে।
সিলেট সিটি কর্পোরেশনের ৩৫নং ওয়ার্ড কাউন্সিলর জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- শাহপরান থানার ওসি মোহাম্মদ হারুনুর রশীদ চৌধুরী, ৩২ নং ওয়ার্ড কাউন্সিলর রুহেল আহমদ ও দৈনিক সিলেটের ডাক-এর ব্যবস্থাপনা সম্পাদক ওয়াহিদুর রহমান ওয়াহিদ।
শাহপরাণ থানার এসআই মোস্তাফিজুর রহমান ও এসআই ইবাদুল্লাহর পরিচালনায় সভায় আরো বক্তব্য রাখেন- রতন মনি মোহন্ত, শিহাব বক্স প্রমুখ।