নগরীর আলমপুরে পররাষ্ট্রমন্ত্রীর গণসংযোগ
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৯ ডিসেম্বর ২০২৩, ১০:৪৯:১৬ অপরাহ্ন
সিলেট-১ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, ভোটকেন্দ্রে ভোটার উৎসাহ ও উদ্দীপনার মাধ্যমে ভোট গ্রহণ করার জন্য সবাইকে নিরসভাবে কাজ করতে হবে। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে আবারো নৌকা প্রতীককে ভোট দিয়ে উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে হবে।
শুক্রবার (২৯ ডিসেম্বর) বাদ আসর সিলেট নগরীর ২৭নং ওয়ার্ডের গোটাটিকর, আলমপুর ইন্ডাষ্ট্রি এলাকায় ভোটারদের মাঝে লিফলেট বিতরণ ও গণসংযোগকালে একথা বলেন।
এ সময় উপস্থিত ছিলেন, সিলেট মহানগর আওয়ামী লীগের সহসভাপতি ফয়জুল আনোয়ার আলাউর, বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালিক, সিলেট জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কবির উদ্দিন আহমেদ, মহানগর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক খন্দকার মহসিন কামরান, মহানগর আওয়ামী লীগের সিনিয়র সদস্য সাবেক কাউন্সিলর মোঃ আজম খান, ২৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোঃ ছয়েফ খান, সাধারণ সম্পাদক গুলজার আহমেদ জগলু, এডভোকেট বিপ্লব কান্তি দে মাধব, এডভোকেট প্রতাপ চন্দ্র নাথ, বিলাল আহমেদ, জুয়েল আহমেদ, লক্ষন কর, বিনেশ কর দুলু, শাহাজান খান,শাহিন আহমেদ, শওকত আলী, বিপ্লব আচার্য, আব্দুল আহাদ, কামরুল হাসান টিটু, মাহবুব আলম মজনু, শেখ মোহাম্মদ আমিন, শুভ রাজ হাসান, শাহ আলী নেওয়াজ।
এছাড়া ২৭নং ওয়ার্ড আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।-বিজ্ঞপ্তি