শান্তিগঞ্জে মরিচের গাছ নিয়ে সংঘর্ষে কিশোর নিহত
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০১ জানুয়ারি ২০২৪, ৬:০৬:০২ অপরাহ্ন

অনলাইন ডেস্ক : সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার পূর্ব পাগলা ইউনিয়নের রনসী গ্রামে দুই পক্ষের সংঘর্ষে নাঈম আহমদ (১৭) নামের এক কিশোর নিহত হয়েছে। উভয়পক্ষের ৯ জন আহত হয়েছেন।
রবিবার (৩১ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬ টায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। পরে উভয়পক্ষের ৬ জনকে আটক করে পুলিশ।
নিহত নাঈম মিয়া উপজেলার পূর্ব পাগলা ইউনিয়নের রনসী গ্রামের বশির আলীর ছেলে।
আহতরা হলেন- রনসী গ্রামের রানা বেগম (৫৩), করিমুন নেছা (৫০), জায়েদ মিয়া (১৫), মালেক মিয়া (৩৫), সালেক মিয়া (২৬), কয়েছ মিয়া (২৩), রফিকুল ইসলাম (৩৫) জাফরুল মিয়া(২০) ও অজুদ মিয়া (৫০)।
পুলিশ সূত্রে জানা যায়, রনসী গ্রামের আছকন্দর মিয়ার গৃহপালিত ছাগল একই গ্রামের অজুদ মিয়ার সবজি ক্ষেতে গিয়ে মরিচ গাছ নষ্ট করার বিষয়কে কেন্দ্র করে তাদের গ্রামের বশির মিয়ার বাড়ির সামনে এসে আছকন্দর মিয়া এবং অজুদ মিয়া পক্ষের লোকজনের মাঝে ঝগড়া ও মারামারি হয়।
মারামরির সময় আছকন্দর মিয়ার পক্ষের নাঈম আহমদ গুরুতর আহত হলে প্রথমে তাকে ছাতক উপজেলার কৈতক হাসপাতালে নিয়া যাওয়া হয়। তবে কর্তব্যরত ডাক্তার তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল হাসাপাতালে প্রেরণ করেন। পরবর্তীতে সিলেট এমএজি ওসমানী মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নাঈম আহমদ মৃত্যুবরণ করে।
সংঘর্ষের পর উভয়পক্ষের ৬ জনকে আটক করেছে শান্তিগঞ্জ থানাপুলিশ।
এ ব্যাপারে শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী মোক্তাদির হোসেন বলেন, দুপক্ষের সংঘর্ষে এক কিশোর নিহত হয়েছে। বর্তমান পরিস্থিতি স্বভাবিক রয়েছে।