সিলেটে ছাত্রদলের ৫ নেতা আটক
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০২ জানুয়ারি ২০২৪, ১:০১:২৫ অপরাহ্ন
অনলাইন ডেস্ক : সিলেট জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদকসহ ৫ ছাত্রদল নেতাকে আটক করা হয়েছে। সোমবার বিকালে জেলরোড এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন- সিলেট জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ও মদন মোহন কলেজ ছাত্রদলের ভারপ্রাপ্ত আহবায়ক আফজল হোসেন, ছাত্রদল কর্মী শাহিন আহমদ, সজিব আরেফিন, মাহদি রাফি ও অনিক আহমদ।
সিলেট মহানগর পুলিশের কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মইন উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, রাস্তায় চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টির দায়ে তাদের আটক করা হয়েছে।
সিলেট জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দিনার ছাত্রদল নেতাদের গ্রেফতারের ঘটনায় নিন্দা জানিয়ে বলেন, আমরা রাজপথে আছি থাকব। গ্রেফতার নির্যাতন করে আমাদের দমিয়ে রাখা যাবে না।