সিলেট-সুনামগঞ্জ সড়কে প্রাণ গেল ৩ জনের
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০২ জানুয়ারি ২০২৪, ৪:৫১:৩৩ অপরাহ্ন
জাউয়া বাজার (ছাতক) থেকে নিজস্ব সংবাদদাতা : সিলেট-সুনামগঞ্জ সড়কের ছাতকের জাউয়া বাজার ইউনিয়নের বড়কাপন পয়েন্টেে মাছবাহী পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে ৩ জন নিহত ও ১ জন আহত হয়েছেন।
আজ মঙ্গলবার (২ জানুয়ারি) ভোর সাড়ে ৬টায় এই দুর্ঘটনা ঘটে।
জয়কলস হাইওয়ে পুলিশ সূত্র জানায়, জামালগঞ্জ থেকে সিলেটগামী মাছবাহী পিকআপ ভ্যান (সিলেট মেট্রো ন- ১১-১৬৫১) ভোর সাড়ে ৬টায় নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে নিহত হন শান্তিগঞ্জ উপজেলার উকারগাও গ্রামের মৃত মনোহর আলী পুত্র আব্দুল করিম (৫৭), জামালগঞ্জ উপজেলার ফুটামাড়া গ্রামের মৃত আব্দুল রহিমের পুত্র আসাব উদ্দিন (৫০), দিরাই উপজেলার সাদিপুর গ্রামের গিয়াস উদ্দিনের পুত্র নুরুল হক (৪৫)।
আহত হন শান্তিগঞ্জ উপজেলার নোয়াখালী গ্রামের ময়না মিয়ার পুত্র জাহাঙ্গীর (৩০)।
হাইওয়ে পুলিশের ইনচার্জ ইন্সপেক্টর আব্দুল কবির সিলেটের ডাককে জানান, নিহত তিনজনের মরদেহ ময়না তদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। দুঘটনা কবলিত গাড়িটি হাইওয়ে পুলিশের জিম্মায় রয়েছে।