বিশ্বনাথে পৃথক কর্মসূচিতে শফিক চৌধুরী
‘ভিশন ২০৪১ বাস্তবায়নে নৌকায় ভোটদিন’
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৩ জানুয়ারি ২০২৪, ৪:৪৯:১২ অপরাহ্ন
সিলেট-২ আসনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি শফিকুর রহমান চৌধুরী বলেছেন, মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করে যাচ্ছে আওয়ামী লীগ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেয়া ভিশন ২০২১ সফল হয়েছে, দেশ এখন ডিজিটাল। তিনি এখন উন্নয়নশীল দেশে পরিণত করতে ২০৪১ ভিশন দিয়েছেন। তাই আমাদের উচিত আগামী নির্বাচনে নৌকা প্রতীকে ভোট দিয়ে আবারো শেখ হাসিনাকে ক্ষমতায় আনা।
গতকাল মঙ্গলবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সিলেটের বিশ্বনাথ পৌরসভার ১নং ওয়ার্ডের রামধানা গ্রামে, খাজাঞ্চী ইউনিয়নের আটগ্রাম বাজার, দশঘর ইউনিয়নের পীরেরবাজারে ‘নৌকা’ প্রতীকের সমর্থনে অনুষ্ঠিত গণসংযোগ, উঠান বৈঠক ও পথসভাগুলোতে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথাগুলো বলেন।
অনুষ্ঠানগুলোতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ সভাপতি এডভোকেট শাহ ফরিদ আহমদ, এডভোকেট শাহ মোশাহিদ আলী, নাজনীন হোসেন, কার্যনির্বাহী সদস্য শাহাদাৎ রহিম চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুক আহমদ, সদস্য মকদ্দুছ আলী, পৌর আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক আলতাব হোসেন, যুক্তরাজ্য আওয়ামী লীগের সহ সভাপতি হরমুজ আলী, জনসংযোগ সম্পাদক ররিন পাল, লন্ডন মহানগর আওয়ামী লীগের সভাপতি নূরুল হক লালা মিয়া, বার্মিংহাম আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মোস্তাফিজুর রহমান সেলিম, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জালাল উদ্দিন কয়েছ, এনআরবি ব্যাংকের ডাইরেক্টর প্রবাসী মনির আলী, সিলেট চেম্বার অব কমার্সের সাবেক সভাপতি সুয়েব শিকদার। দশঘর ইউনিয়নের পীরেরবাজারে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবুল হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইলিয়াস মিয়ার পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি তৈমুছ আলী, ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শওকত আলী, ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি কামরুল ইসলাম।
বিশ্বনাথ-ওসমানীনগরে নৌকার সমর্থনে গণসংযোগ
সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি ও সিলেট-২ আসনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী সাবেক সংসদ সদস্য শফিকুর রহমান চৌধুরীর সমর্থনে বিশ্বনাথ-ওসমানীনগরে দিনব্যাপী গণসংযোগ করেছেন রাজনীতিবিদ, সাংবাদিক নেতৃবৃন্দ।
গতকাল মঙ্গলবার নৌকার সমর্থনে বিশ্বনাথের লামাকাজি পয়েন্ট, গোলচন্দ বাজার, আনন্দবাজার, সোনালী বাংলাবাজার, ভূরকিবাজার, সিংগেরকাছ, বৈরাগীবাজার ও ওসমানীনগরের পাঁচপাড়া, ঈদগাহ বাজার, লামাপাড়াসহ বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন নেতৃবৃন্দ।
গণসংযোগকালে উপস্থিত ছিলেন সিলেটের সিনিয়র সাংবাদিক তাপস দাস পুরকায়স্থ, সিলেট জেলা আওয়ামী লীগ নেতা আবুল কালাম ফনিক, শাহনুর হোসেন, লামাকাজি ইউনিয়নের ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি অলক দে, তনয় দাস পুরকায়স্থ, সাংবাদিক মামুন হাসান, জাবেদ আহমদ, শেখ আব্দুল মজিদ, নুরুল ইসলাম প্রমুখ।-বিজ্ঞপ্তি