শাহরুখের সঙ্গে অভিনয় করতে গিয়ে কেন কেঁদে ফেলতেন রানি
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৩ জানুয়ারি ২০২৪, ৬:২৫:৫৬ অপরাহ্ন
অনলাইন ডেস্ক : বলিউড বাদশাহ শাহরুখ খানের সঙ্গে একাধিক সিনেমায় কাজ করেছেন অভিনেত্রী রানি মুখোপাধ্যায়। এই জুটির কাছ থেকে বেশ কিছু সুপারহিট সিনেমা উপহার পেয়েছেন ভক্তরাও।
তবে রোম্যান্স কিং খ্যাত শাহরুখ খানের সঙ্গে রোমান্টিক দৃশ্যে অভিনয় করতে গিয়ে নাকি একবার কেঁদে ফেলেছিলেন রানি। নিজের সেই অভিজ্ঞতাই জানিয়েছেন সিনেমায় কাজ করার বেশ কয়েক বছর পর।
বলিউড তারকাদের শুটিংয়ে প্রায়সময়েই দেশের বাহিরে যেতে হয়। কখনো কখনো ইউরোপের কনকনে ঠান্ডার মাঝেও তাদেরকে কাজ করতে হয়। এমনই এক ঘটনা ঘটেছিল ‘কাভি আলভিদা না ক্যাহেনা’র শুটিং সেটে।
মাইনাস ১৪ ডিগ্রিতে হয়েছিল সিনেমার শুটিং। যেখানে একটি গানের দৃশ্যে পাতলা শাড়িতে শাহরুখের সঙ্গে রোম্যান্স করেছিলেন রানি। প্রচণ্ড পরিমাণের সেই ঠান্ডা সহ্য করতে পারেননি অভিনেত্রী। কিন্তু শুট শেষ না করারও উপায় ছিল না। কোনোমতে প্রতিটা শট শেষ করেই গাড়িতে চলে যেতেন রানি। সেখানেই কাঁদতেন তিনি।
সেই অভিজ্ঞতার কথা স্মরণ করে রানি বলেন, ‘আমি একটা লাল রঙের শাড়ি পরেছিলাম। ঠান্ডায় জমে যাচ্ছিলাম। হাঁটার মতো অবস্থাতেও ছিলাম না। প্রতিটা শট শেষে আয়ান আমাকে গাড়ি পর্যন্ত নিয়ে যেতেন। সেখানে গিয়ে কাঁদতাম।’
শুধু রানিই নয়, বরফের দেশে শুটিংয়ে গিয়ে এমন অভিজ্ঞতা হয়েছে বলিউডের অনেক তারকার। শুধুমাত্র গল্পের তাগিতে সেই কষ্ট সহ্য করে অভিনয় করে গেছেন তারা।
শাহরুখের সঙ্গে রানি মুখোপাধ্যায় ‘কাভি আলভিদা না ক্যাহেনা’র যে গানটির দৃশ্য বরফের দেশে ধারণ করেছিলেন, সেই গান পরে হিট হয়েছিল বলিউডে। ভক্তদেরও কণ্ঠে শোনা গেছে এই সিনেমার একাধিক গান।