মৌলভীবাজারে ভোটকেন্দ্রে আগুন দিয়েছে দুর্বৃত্তরা
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৬ জানুয়ারি ২০২৪, ১২:৩২:৪৬ অপরাহ্ন
অনলাইন ডেস্ক : মৌলভীবাজার সদর উপজেলার সাবিয়া গ্রামের ভোটকেন্দ্রে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। শুক্রবার (৫ জানুয়ারি) রাতে মৌলভীবাজার সদর উপজেলার চাঁদনীঘাট ইউনিয়নের সাবিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোটকেন্দ্রে এ ঘটনা ঘটে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যা ৭টা ৪০ মিনিটের দিকে দুটি মোটরসাইকেলে চারজন যুবক স্কুলের গেটের বাইরে অবস্থান নিয়ে স্কুলের ভেতরে প্লাস্টিকের বোতলে কেরোসিন ছুড়ে মারেন। এ সময় দরজায় আগুন লাগলে এলাকাবাসী তাৎক্ষণিক আগুন নিভিয়ে ফেলে।
সাবিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আব্দুর গফফার বাবলু জানান, আমাদের স্কুলে নৈশ প্রহরী ছিল। গ্রাম পুলিশও পাহাড়ায় ছিল। অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। আগুনে স্কুলের শিক্ষক মিলনায়তনে কিছু অংশ ও আসবাবপত্র পুড়ে গেছে।
চাঁদনীঘাট ইউনিয়নের ৩নং ওয়ার্ডের সদস্য সাহেদ আলী বলেন, আমাদের এলাকার লোকজন হঠাৎ আগুন দেখতে পান। পরে চারজন লোককে মোটরসাইকেলে করে পালিয়ে যেতে দেখেন। এরপর এলাকাবাসী পানি দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।
মৌলভীবাজার মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম নজরুল বলেন, ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করা হয়েছে। সেখানে কেরোসিনের অস্তিত্ব রয়েছে। কেরোসিন ব্যবহার করে কে বা কারা আগুন লাগিয়ে দিয়েছে তা তদন্ত চলছে।