নগরীতে বিএনপির মিছিলে ধাওয়া, গ্রেফতার ৪
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৬ জানুয়ারি ২০২৪, ২:১৪:৪৭ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার: সিলেট নগরীর আম্বরখানায় জেলা ও মহানগর বিএনপির মিছিলে ধাওয়া দিয়েছে পুলিশ। এ সময় দৌঁড়ে পালিয়ে যান মিছিলে অংশ নেয়া নেতাকর্মীরা। তখন মিছিল থেকে দলটির ৪ নেতাকর্মীকে আটক করে পুলিশ। আটককৃতরা হলেন জেলা বিএনপির মৎস্য বিষয়ক সম্পাদক জালাল উদ্দিন, বিএনপি নেতা আলী হায়দার মজনু, সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আকবর আলী ও বিএনপি কর্মী জেবুল মিয়া। গতকাল শুক্রবার বাদ জুমা মহানগরীর আম্বরখানা জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে।
শুক্রবার জুমার নামাজের পর পূর্বঘোষিত কর্মসূচীর অংশ হিসেবে আম্বরখানা মসজিদের সামনে থেকে ভোট বর্জনের আহ্বান জানিয়ে লিফলেট বিতরণ ও মিছিল শুরু করে বিএনপি। এতে নেতৃত্ব দেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির, ইনামুল হক চৌধুরী ও বিএনপির সাংগঠনিক সম্পাদক ডা: শাখাওয়াত হাসান জীবন, জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরীসহ স্থানীয় নেতৃবৃন্দ। মিছিলের শুরুতেই বাধা দেয় পুলিশ। বাধা উপেক্ষা করে মিছিল চালিয়ে যাওয়ার এক পর্যায়ে তাদেরকে ধাওয়া করে আইনশৃঙ্খলা বাহিনী। এ সময় নেতাকর্মীরা ছত্রভঙ্গ হয়ে পড়ে।
সিলেট মহানগর পুলিশের উপ-পুলিশ কমিশনার (উত্তর) আজবাহার আলী শেখ বলেন, বিএনপি নেতারা রাস্তা দখল করে যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করছিলেন। তাৎক্ষণিক আমরা তাদেরকে বাধা দিলে তারা ধস্তাধস্তি শুরু করে। এ সময় তাদের সরে যেতে বললেও শুনেনি। পরে বিশৃঙ্খলা ঘটানোর অভিযোগে ৪ জনকে আটক করা হয়। তারা থানা হাজতে রয়েছে।
অন্যদিকে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির দাবি করেন তারা একতরফা নির্বাচন বর্জনের আহবান জানিয়ে শান্তিপূর্ণ লিফলেট বিতরণ কর্মসূচী পালন করছিলেন। এসময় পুলিশ হামলা চালায় এবং নেতাকর্মীদের গ্রেফতার করে নিয়ে যায়।