মৌলভীবাজার-২
‘জ্বীনদের বলে দিয়েছি, কেউ ভোট চুরি করতে পারবে না’
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৭ জানুয়ারি ২০২৪, ১২:২১:৫৮ অপরাহ্ন
অনলাইন ডেস্ক : ইসলামী ঐক্যজোটের মনোনীত প্রার্থী মাওলানা আছলাম হোসাইন রহমানী বলেছেন, আমার ভোটকেন্দ্রগুলোতে শুধু মানুষ এজেন্ট থাকবে না, জ্বীনরাও কাজ করবে। জ্বীনদের বলে দিয়েছি, কেউ যেন ভোট চুরি করতে না পারে।
শনিবার (৬ জানুয়ারি) মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলায় সাংবাদিকদের সঙ্গে এক আলাপচারিতায় তিনি এসব কথা বলেন।
মাওলানা আছলাম বলেন, ভোট যেন কারচুপি না হয় এজন্য জ্বীনদের বলে দিয়েছি।
আমার এখানে মানুষ এজেন্টদের পাশাপাশি জ্বীনরাও কাজ করবে। এজেন্ট তো থাকবেই সঙ্গে জ্বীনরাও খবরাখবর দেবে যে ভেতরে কোনো কারচুপি হচ্ছে কি না।
তিনি বলেন, আপনারা জানেন যারা তসকিয়া বিশ্বাস করেন। তারা জানেন, ফুলতলী সাহেবের অনেক জিন মুরিদ ছিল।
আমাদেরও তাদের মতো না হলেও কিছু জ্বীনের সঙ্গে দেখা হয় আলোচনা হয়। আমি তাদের বলে দিয়েছি আমার ভোট যেন কারচুপি না হয়।
এর আগে অভিনব পদ্ধতিতে মৌলভীবাজারে-২ (কুলাউড়া) আসনে নির্বাচনী প্রচারণা করছেন ইসলামী ঐক্যজোটের মনোনীত এ প্রার্থী। উপজেলার বিভিন্ন এলাকার নির্বাচনী মাঠে ভোট চাইতে গিয়ে তিনি ঝাড়ফুঁক ও পানি পড়া দিয়ে ভোটারদের আকৃষ্ট করছেন।