কানাইঘাটে বিএনপির মশাল মিছিল ॥ সংঘর্ষে আহত ১৫
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৭ জানুয়ারি ২০২৪, ৩:৫০:৪৪ অপরাহ্ন
কানাইঘাট (সিলেট) থেকে নিজস্ব সংবাদদাতা : কানাইঘাটের সুরইঘাট বাজারে ভোট বর্জন ও হরতালের সমর্থনে বিএনপি ও অঙ্গ সংগঠনের অর্ধশতাধিক নেতাকর্মী মশাল মিছিল বের করে। গতকাল শনিবার সন্ধ্যা ৭টার দিকে স্থানীয় সুরইঘাট বাজারে এ ঘটনা ঘটে। এ সময়ে বাজারে আতঙ্ক ছড়িয়ে পড়লে ব্যবসায়ীরা দোকান-পাট বন্ধ করে দেন। মিছিলের সময় বাজারে পুলিশ অবস্থান করে।
এদিকে, পুরো বাজারে আতঙ্ক ছড়িয়ে পড়লে স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা লাঠিসোটা নিয়ে বিএনপি নেতাকর্মীদের ধাওয়া দেন। এ সময় উভয় পক্ষের নেতাকর্মীরা সংঘর্ষে জড়িয়ে পড়লে ১০-১৫ জন আহত হন।
খবর পেয়ে দ্রুত থানা পুলিশসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সুরইঘাট বাজারে এগুতে থাকলে বিএনপি নেতাকর্মীরা বাজার এলাকা থেকে সটকে পড়ে।
রাত ১০টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত সুরইঘাট বাজারসহ আশপাশ এলাকায় উত্তেজনা বিরাজ করে। সংঘর্ষের পর আওয়ামী লীগের নেতাকর্মীরা বাজারে অবস্থান করলেও বাজারের সমস্ত দোকানপাট বন্ধ রয়েছে।
এ ব্যাপারে কানাইঘাট থানার অফিসার ইনচার্জ জাহাঙ্গীর হোসেন জানান, বিএনপি ও আওয়ামী লীগের দুই গ্রুপের মধ্যে উত্তেজনা দেখা দিলে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সার্বিক পরিস্থিতির ওপর পুলিশের নজরদারী রয়েছে বলেও জানান তিনি।