নির্বাচন উপলক্ষে সিলেট মেট্রোপলিটন পুলিশের ব্রিফিং প্যারেড
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৭ জানুয়ারি ২০২৪, ৪:৩৩:১১ অপরাহ্ন
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট ১ ও সিলেট ৩ আসনে মোতায়েনকৃত অফিসার ও ফোর্সের বিফ্রিং প্যারেড গতকাল শনিবার সকাল ৯টায় এসএমপি পুলিশ লাইন্সে অনুষ্ঠিত হয়।
এসএমপির পুলিশ কমিশনার মো. জাকির হোসেন খান পিপিএম এর সভাপতিত্বে বিফ্রিং প্যারেডে ভোটকেন্দ্র, মোবাইল/স্ট্রাইকিং ও অন্যান্য ডিউটিতে নিয়োজিত পুলিশ ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।
পুলিশ কমিশনার সভাপতির বক্তব্যে সকলকে নির্বাচনী দায়িত্ব পালনে করণীয় ও বর্জনীয় সম্পর্কে বিস্তারিত আলোকপাত করে নির্বাচনী দায়িত্ব যথাযথভাবে পালনের জন্য নির্দেশ প্রদান করেন। আর নির্বাচন চলাকালীন সময়ে বিএনপি-জামায়াতের ডাকা হরতালের কথা মাথায় রেখে সতর্কতার সাথে দায়িত্ব পালন করার নির্দেশ প্রদান করেন।
তিনি আরো বলেন, নির্বাচনী দায়িত্ব পালনে কেউ যাতে কোন অন্যায় কাজে জড়িত না হন। সে ব্যাপারে সতর্ক করে দেন তিনি। একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে ভোটকেন্দ্রে পুলিশ ও আনসার সদস্যরা দায়িত্ব পালন করবেন, পর্যাপ্ত পরিমাণে মোবাইল ও স্ট্রাইকিং পার্টি নিয়োজিত থাকবে। যে কোন অনাকাঙ্খিত ঘটনা ঘটলে সাথে সাথে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করার জন্য নির্দেশনা প্রদান করেন পুলিশ কমিশনার।
এসময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (সদর ও প্রশাসন) মো. জোবায়েদুর রহমান পিপিএম, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপস্) মু. মাসুদ রানা প্রমুখ।-বিজ্ঞপ্তি