ভোট কারচুপির অভিযোগ তুলে সরে দাঁড়ালেন ইয়াহইয়া চৌধুরী
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৭ জানুয়ারি ২০২৪, ২:১৩:০৮ অপরাহ্ন
সিলেট-২ আসনে জাতীয় পাটির প্রার্থী ইয়াহইয়া চৌধুরী এহিয়া ভোট কারচুপির অভিযোগ এনে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন। আজ রোববার দুপুর সাড়ে ১টায় তিনি এ ঘোষণা দেন।
তিনি সাংবাদিকদের কাছে অভিযোগ করে বলেন, বিভিন্ন কেন্দ্রে নৌকার কর্মীরা আমার এজেন্টদের বের করে দিয়েছে, জাল ভোট দিচ্ছে। এ ব্যাপারে পুলিশ কিংবা প্রিজাইডিং অফিসার কোনো ব্যবস্থা নিচ্ছেন না, বরং লিখিত অভিযোগ দিতে বলছেন। এমনকি একটি কেন্দ্রে ভোটগ্রহন সাময়িক বন্ধ রাখার পর নৌকার প্রার্থী এসে ভোটগ্রহণ শুরু করে দেন। এ অবস্থায় নির্বাচনে থাকা সম্ভব না, তাই আমি প্রত্যাহার করছি।