সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে পাঠানটুলা ভোটকেন্দ্র নিয়ন্ত্রণ পুলিশের
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৭ জানুয়ারি ২০২৪, ১:৪৯:২৬ অপরাহ্ন
অনলাইন ডেস্ক : সিলেট নগরীর পাঠানটুলায় একটি ভোটকেন্দ্রে বিশৃঙ্খলার চেষ্টা হয়েছে। পরে পুলিশ এসে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
রোববার (৭ জানুয়ারি) বেলা ১১টার দিকে সিলেট সিটি করপোরেশন এলাকার পাঠানটুলা দ্বি-পাক্ষিক উচ্চবিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে। এ সময় পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রনে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে বলে জানান সিলেট মহানগর পুলিশের উপ কমিশনার (উত্তর) আজবার আলী শেখ।
তিনি জানান, প্রায় ১০০ থেকে ১২০ জন দুর্বৃত্তরা একটি গলির ভেতর থেকে বেরিয়ে পাঠানটুলা দ্বি-পাক্ষিক উচ্চ বিদ্যালয় কেন্দ্র বিশৃঙ্খলার চেষ্টা করে। পুলিশ তাদেরকে ধাওয়া দিলে তারা পালিয়ে যায়। তাদের গ্রেফতারে অভিযান চলছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, পাঠানটুলা দ্বিপাক্ষিক উচ্চবিদ্যালয় ও পাঠানটুলা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র দুটির অবস্থান পাশাপাশি। বেলা ১১টার দিকে এ দুটি কেন্দ্রের সামনের সিলেট-সুনামগঞ্জ সড়কে শতাধিক যুবক হঠাৎ লাঠিসোঁটা নিয়ে এসে কেন্দ্রে ঢোকার চেষ্টা চালায়। এ সময় তাঁরা ককটেল বিস্ফোরণের পাশাপাশি টায়ারে আগুন জ্বালায়। পরে পুলিশ এসে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।