সিলেট-৬ আসনের প্রার্থী শমসের মবিন ভোট দিলেন সিলেট-১ আসনে
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৭ জানুয়ারি ২০২৪, ৩:২৫:৩৩ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : তৃণমূল বিএনপির চেয়ারপারর্সন প্রার্থী শমসের মুবিন চৌধুরী নির্বাচন করছেন সিলেট-৬ (গোলাপগঞ্জ ও বিয়ানীবাজার উপজেলা) আসন থেকে। অবশ্য তিনি ঐ আসনের ভোটার নন। তিনি সিলেট-১ আসনের ভোটার।
রোববার (৭ জানুয়ারী) সকালে নগরীর আম্বরখানা এলাকার গার্লস হাই স্কুল এন্ড কলেজ কেন্দ্রে ভোট দিয়ে তার নির্বাচনী এলাকায় যান। এসময় তিনি তার জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন।
বর্তমান নির্বাচনে এই আসনটি ব্যাপক আলোচিত। এখানে স্বয়ং প্রার্থী হয়েছেন তৃণমুল বিএনপির চেয়ারপারসন শমসের মুবিন চৌধুরী ( সোনালী আঁশ)। তার সাথে প্রতিদ্বন্ধিতায় রয়েছেন সাবেক শিক্ষামন্ত্রী আওয়ামী লীগ মনোনীত প্রার্থী নূরুল ইসলাম নাহিদ (নৌকা)।
অন্যপ্রার্থীরা হচ্ছেন স্বতন্ত্র প্রার্থী সরওয়ার হোসেন (ঈগল), জাতীয়পার্টির প্রার্থী সেলিম উদ্দিন (লাঙ্গল), ইসলামী ঐক্যজোট এর সাদিকুর রহমান (মিনার) ও আতাউর রহমান (ছড়ি)। এই আসনে মোট ৪ লাখ ৭২ ৭শ ৫৩ জন ভোটার। এর মধ্যে ২ লাখ ৩৭ হাজার ৪শ৯৪ জন পুরুষ ও ২লাখ ৩৫ হাজার ২শ ৫৮ জন নারী। হিজড়া ১জন। ভোট কেন্দ্র মোট ১শ ৯২ টি।