বিএনপির হরতাল ঢংঢাং, সিলেটে ভোটের পরিবেশ ভালো: ড. মোমেন
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৭ জানুয়ারি ২০২৪, ৩:৩১:৪০ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : সিলেট নগরীর দুর্গাকুমার সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ভোট দিলেন সিলেট ১ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।
রোববার (৭ জানুয়ারি) সকাল ১০টা ১০ মিনিটে ভোট প্রদান করেন। এসময় তিনি বলেন, দেশে খুব সুন্দর পরিবেশ বিরাজমান। কোথাও জোরদবস্ত নেই। গণতান্ত্রিক ধারা সমুন্নত রাখেন। আমাদের (আওয়ামী লীগ) ভোট দিলে জনগণের মঙ্গল হয়।
সিলেটে ভোটের পরিবেশ সুন্দর বলে উল্লেখ করে তিনি সিলেটবাসীকে ভোটকেন্দ্রে গিয়ে তাদের ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানান।
বিএনপির হরতাল প্রসঙ্গে ড. এ কে আব্দুল মোমেন বলেন, বিএনপির হরতাল ঢংঢাং। মিডিয়াতে বলার জন্য বলা। আজকে বন্ধের দিন, ভোটের দিন, উৎসবের দিন। অবশ্য টানা তিনদিনের ছুটির কারণে ভোটার উপস্থিতিতে কিছুটা প্রভাব পড়েছে বলে জানান মন্ত্রী।
ভোটার উপস্থিতির হার প্রসঙ্গে পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমেরিকাতেও কখনো চুয়াল্লিশ, কখনো তেত্রিশ শতাংশ ভোট হয়। মোট ভোটারদের এক তৃতীয়াংশ তরুণ ভোটারদের নিয়ে আশাবাদ ব্যক্ত করেন তিনি।