কুলাউড়ায় তৃণমূল বিএনপির প্রার্থী শাহীনের ভোট বর্জন
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৭ জানুয়ারি ২০২৪, ৬:১১:৪২ অপরাহ্ন
অনলাইন ডেস্ক : মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনে তৃণমূল বিএনপির প্রার্থী ও দুইবারের সাবেক সংসদ সদস্য এম এম শাহীন নির্বাচনে কারচুপি ও পোলিং এজেন্টদের বের করে দেওয়ার অভিযোগ এনে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন।
আজ রবিবার বিকেল সাড়ে তিনটায় কুলাউড়াস্থ তাঁর বাসভবনে সংবাদ সম্মেলন করে ভোট বর্জনের ঘোষণা দেন এম এম শাহীন।
এ ছাড়া ভোট বর্জনের ঘোষণা দিয়ে জেলা রিটার্নিং অফিসারের মাধ্যমে প্রধান নির্বাচন কমিশনার বরাবরে একটি লিখিত অভিযোগও দেন তিনি।
এম এম শাহীন বলেন, ‘কেন্দ্রে কেন্দ্রে অনিয়ম এবং জাল ভোট দেওয়া হয়েছে।
প্রায় সব কেন্দ্র থেকেই এজেন্টদের ভয়ভীতি দেখিয়ে বের করে দেওয়া হয়েছে। কেন্দ্রের আশপাশে আমার কর্মী-সমর্থকদের অবস্থান করতে দেওয়া হয়নি। নৌকা সমর্থকদের এসব অপকর্ম রোধে কিছু ভোটকেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং অফিসার সম্পূর্ণ ব্যর্থতার পরিচয় দিয়েছেন। অনেক কেন্দ্রে প্রশাসনের কিছু লোক নৌকার প্রার্থীর পক্ষে অবস্থান নিয়েছেন।
ভোট চলাকালীন সময়ে এসব অনিয়মের কথা রিটার্নিং কর্মকর্তা ও নির্বাচন কমিশনকে অবহিত করার পরও কোনো প্রতিকার না পাওয়ায় ভোট বর্জনের সিদ্ধান্ত নিয়েছি।’
তিনি আরো বলেন, ‘নির্বাচন কমিশনের প্রতিশ্রুতি অনুযায়ী নির্বাচন হয়নি। কমিশন সুষ্ঠু নির্বাচন দিতে ব্যর্থ হয়েছে। তাই নির্বাচন কমিশন ও প্রশাসনের প্রতি অনাস্থা জানিয়ে ভোট বর্জন করছি।