পরাজিত করেও মমতাজ আপার সহযোগিতা চান জাহিদ
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৮ জানুয়ারি ২০২৪, ৪:৪৭:৫২ অপরাহ্ন
অনলাইন ডেস্ক : মানিকগঞ্জ-২ আসনে আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী ও দুইবারের সংসদ সদস্য কণ্ঠশিল্পী মমতাজ বেগমকে ৬ হাজার ১৭১ ভোটে পরাজিত করে প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী দেওয়ান জাহিদ আহমেদ টুলু।
রোববার (৭ জানুয়ারি) রাত ১১টার দিকে বেসরকারিভাবে মানিকগঞ্জ-২ আসনের স্বতন্ত্র প্রার্থী দেওয়ান জাহিদ আহমেদ টুলুকে বিজয়ী ঘোষণা করেন জেলার রিটার্নিং কর্মকর্তা রেহেনা আকতার।
মানিকগঞ্জ-২ আসনের দুইবারের সংসদ সদস্য কণ্ঠশিল্পী মমতাজ বেগমের অভিজ্ঞতা এবং দার্শনিক চিন্তা-ভাবনা আমাকে পাথেয় করে তুলবে বলে মন্তব্য করেছেন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী স্বতন্ত্র প্রার্থী ও জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ দেওয়ান জাহিদ আহম্মেদ টুলু।
এই আসনে মোট ১৯৩টি ভোটকেন্দ্রের প্রাপ্ত ফলাফলে জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ ও স্বতন্ত্র প্রার্থী দেওয়ান জাহিদ আহমেদ টুলু ট্রাক প্রতীকে ভোট পেয়েছেন ৮৮ হাজার ৩০৯টি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নৌকা প্রতীকের প্রার্থী মমতাজ বেগম পেয়েছেন ৮২ হাজার ১৩৮ ভোট।
তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বিজয়ী প্রার্থী দেওয়ান জাহিদ আহমেদ টুলু বলেন, এই আসনের তিনবারের সংসদ সদস্য মমতাজ আপার কাছে আগামীতে সকল উন্নয়মূলক কাজের ব্যাপারে সহযোগিতা আশা করব। তিনি সব সময় আমার পাশে থাকবেন, সর্বোচ্চ সহযোগিতা করবেন বলে প্রত্যাশা করি।