কবি আফজাল চৌধুরীর মৃত্যুবার্ষিকী আজ
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৯ জানুয়ারি ২০২৪, ১:৩০:০৯ অপরাহ্ন
ষাটের দশকের অন্যতম প্রধান কবি আফজাল চৌধুরীর মৃত্যুবার্ষিকী আজ। ২০০৪ সালের আজকের দিনে তিনি সিলেটের একটি ক্লিনিকে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁকে দরগাহে হযরত শাহজালাল (রহ.) এর মাজার সংলগ্ন গোরস্থানে দাফন করা হয়।
১৯৪২ সালের ১০ মার্চ হবিগঞ্জ শহরে জন্মগ্রহণ করেন আফজাল চৌধুরী। তিনি ছিলেন ষাটের দশকের ‘স্বাক্ষর গোষ্ঠী’র প্রধানতম কবি। তাঁর কবিত্ব শক্তি ও চারিত্রিক বলিষ্ঠতার কারণে তাকে নানা অভিধায় অভিহিত করা হয়। তাকে ধ্যানী, স্বপ্নচারী, আধ্যাত্মবাদী, পুনর্জাগরণকামী কবি হিসাবে আখ্যায়িত করা হয়। তার প্রথম কাব্যগ্রন্থ ‘কল্যাণব্রত’ (১৯৬৯)-এর নামে তাকে কল্যাণব্রতের কবিও বলা হয়।
কবি আফজাল চৌধুরীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে পরিবারের পক্ষ থেকে আজ বাদ আছর নগরীর সোনারপাড়ার মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।
এছাড়া, কবি আফজাল চৌধুরী ফাউন্ডেশন ১৫ জানুয়ারি ও সিলেট সাংস্কৃতিক সংসদের পক্ষ থেকে ১৮ জানুয়ারি আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।
কর্মজীবন : ১৯৬৯ সালে সাধারণ শিক্ষা ক্যাডারের সদস্য হিসেবে তার কর্মজীবনের সূচনা হয়। প্রথম কর্মস্থল রাজশাহী সরকারী ইন্টারমেডিয়েট কলেজ (১৯৬৯-‘৭০)। পরবর্তীকালে সিলেট সরকারী এমসি ইন্টারমেডিয়েট কলেজ (১৯৭০-৭২), চট্টগ্রাম সরকারী ইন্টারমেডিয়েট কলেজ (১৯৭২-‘৭৩), সিলেট সরকারী কলেজ (বর্তমান সরকারী এমসি বিশ্ববিদ্যালয় কলেজ, ১৯৭৫-৮০ ও ১৯৯০-৯৫) এবং সিলেট সরকারী মহিলা কলেজে (১৯৮৯-৯০) অধ্যাপনা করেন এবং সর্বশেষ হবিগঞ্জ সরকারী বৃন্দাবন কলেজ (১৯৯৬-৯৯) দায়িত্ব পালন করেন। ১৯৯৯ সালের ৯ মার্চ সরকারী চাকরি থেকে অবসর গ্রহণ করেন। হবিগঞ্জ সরকারী বৃন্দাবন কলেজের প্রিন্সিপাল থাকা অবস্থায় এ কলেজের উন্নয়নে তিনি প্রভূত অবদান রাখেন এবং ৭টি বিষয়ে অনার্স কোর্স চালু করেন। মাঝখানে ১৯৮০ থেকে ১৯৮৪ সাল পর্যন্ত তিনি প্রেষণে ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ’র ইসলামী সাংস্কৃতিক কেন্দ্র সিলেট ও ঢাকার উপ-পরিচালক (১৯৮০-৮১) ও পরিচালক (১৯৮২-৮৪) এবং ১৯৮৫ থেকে ১৯৮৯ খ্রিস্টাব্দ পর্যন্ত মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকার স্কুলসমূহের পরিদর্শক’ ছিলেন। তিনি ছিলেন ইসলামী সাংস্কৃতিক কেন্দ্র সিলেটের প্রতিষ্ঠাতা উপ-পরিচালক। ইসলামী সাংস্কৃতিক কেন্দ্র ঢাকার পরিচালক থাকাকালে সাহিত্য পত্রিকা ঐতিহ্য’র প্রকাশ ও সম্পাদনা করেন।
১৯৮৩ খ্রিস্টাব্দে ঢাকায় অনুষ্ঠিত ওআইসি’র পররাষ্ট্রমন্ত্রী সম্মেলন উপলক্ষে ‘আফগানিস্তান আমার ভালোবাসা’ সংকলন গ্রন্থের প্রকাশ করেন।
গ্রন্থপঞ্জি: কবি আফজাল চৌধুরীর এ পর্যন্ত প্রকাশিত গ্রন্থের সংখ্যা ১৪টি। এর মধ্যে কাব্যগ্রন্থ ৮টি, কাব্যনাটক ১টি, প্রবন্ধগ্রন্থ ৪টি, নাটক ১টি ও অনুবাদগ্রন্থ ২টি।