বাম গণতান্ত্রিক জোট সিলেট জেলা শাখার সমাবেশ
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১০ জানুয়ারি ২০২৪, ২:২০:৩১ অপরাহ্ন
বাম গণতান্ত্রিক জোট সিলেট জেলা শাখার উদ্যোগে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেল সাড়ে চারটায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সম্মুখে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
বাম গণতান্ত্রিক জোট সিলেট জেলা শাখার সমন্বয়ক, সিপিবি সাধারণ সম্পাদক খায়রুল হাসানের সভাপতিত্বে ও বাসদ (মার্কসবাদী) জেলা সদস্য সঞ্জয় কান্ত দাশ’র সঞ্চালনায় সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সিপিবি জেলা সভাপতি সৈয়দ ফরহাদ হোসেন, বাসদ (মার্কসবাদী) জেলা আহ্বায়ক উজ্জ্বল রায়, বাসদ জেলা আহ্বায়ক আবু জাফর, সিপিবি সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট আনোয়ার হোসেন সুমন, বাসদ জেলা সদস্য সচিব প্রণব জ্যোতি পাল, বিপ্লবী কমিউনিস্ট লীগের ডাঃ হরিধন দাশ, বাসদ জেলা সদস্য জুবায়ের আহমদ চৌধুরী সুমন, উদীচী জেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক রতন দেব, সিপিবি জেলা সদস্য এডভোকেট নিরঞ্জন দাশ খোকন, বাসদ (মার্কসবাদী) জেলা সদস্য মুখলেছুর রহমান প্রমুখ। -বিজ্ঞপ্তি