‘অধ্যাপক ডা. এম. এ. রকিব ছিলেন মানুষ গড়ার কারিগর’
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১০ জানুয়ারি ২০২৪, ২:২৪:৪০ অপরাহ্ন

সিলেট এম. এ. জি. ওসমানী মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ, সিলেট ডায়াবেটিক সমিতি ও সিলেট হার্ট ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি, অধ্যাপক ডা. এম. এ. রকিবের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে সিলেট ডায়াবেটিক সমিতি আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে বক্তারা বলেছেন, ডা. এম. এ. রকিবের মেধা আর প্রজ্ঞার বলয়ে তৈরি আজকের সিলেট ডায়াবেটিক হাসপাতাল। যেখানে সিলেট অঞ্চলের লক্ষ লক্ষ মানুষ স্বল্প মূল্যে ও অবস্থা বিবেচনায় বিনামূল্যে চিকিৎসাসেবা গ্রহণ করছেন। নীরব ঘাতক রোগ ডায়াবেটিসের হাত থেকে আগামী প্রজন্মকে রক্ষা করতে এই হাসপাতাল সেবা দিয়ে যাচ্ছে।
গতকাল মঙ্গলবার বেলা ১২টায় সিলেট ডায়াবেটিক সমিতির উদ্যোগে সমিতির বীর মুক্তিযোদ্ধা ইফতেখার হোসেন শামীম সভাকক্ষে এই আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন, সমিতির সহসভাপতি অধ্যাপক ডা. আজিজুর রহমান।
সিলেট ডায়াবেটিক এন্ড জেনারেল হাসপাতালের অফিস সহকারী মো: লিয়াকত হোসেনের সঞ্চালনায় স্বাগত বক্তব্যে হাসপাতালের সুপারিনটেনডেন্ট ডা. আলাউদ্দিন আহমেদ বলেন, ‘অধ্যাপক ডা. এম. এ. রকিব স্যারের জনকল্যাণমূলক কাজ প্রশংসনীয়। তাঁর হাত ধরেই অনেক রোগের সফল চিকিৎসা সম্পন্ন হয়েছে। ’
সমিতির কার্যকরী কমিটির সদস্য কে. এ. কিবরিয়া চৌধুরী তার বক্তব্যে বলেন, জনকল্যাণের জন্য তিনি ছিলেন নিবেদিতপ্রাণ। সিলেট ডায়াবেটিক হাসপাতাল তারই একটা অংশ। হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. ললিত মোহন নাথ বলেন, রকিব স্যারের বদৌলতেই হাসপাতালে স্বল্পমূল্যে ডায়াবেটিকসহ অন্যান্য রোগের চিকিৎসাসেবা দেয়া হচ্ছে।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সিলেট ডায়াবেটিক এন্ড জেনারেল হাসপাতালের ডা. এম. এ. লতিফ, ডা. এ.টি.এম. জাফর, ডা. এ. কে.এম. জিয়াউল হক, ডা. রাশেদা চৌধুরী, ডা. স্বপন কুমার দাস, ডা. শিউলি রানী দাস, ডা, ফারহানা, ডা. প্রণবেন্দু দেব রায়, ডা. শেজু্যঁতিসহ, হাসপাতালের কর্মকর্তা-কার্মচারী ও আমন্ত্রিত অতিথিবৃন্দ। আলোচনা শেষে মরহুম অধ্যাপক ডা. এম. এ. রকিবের বিদেহী আত্মার শান্তি ও মাগফেরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিল পরিচালনা করেন কালেক্টরেট মসজিদের পেশ ইমাম হাফিজ মাওলানা মোঃ শাহ আলম। শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সিলেট কালেক্টরেট মসজিদের পেশ ইমাম হাফিজ মাওলানা মোঃ শাহ আলম। -বিজ্ঞপ্তি