নতুন মন্ত্রিসভায় ডাক পেলেন না ১৪ মন্ত্রী
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১১ জানুয়ারি ২০২৪, ১২:৩১:১০ অপরাহ্ন
অনলাইন ডেস্ক : নতুন সরকারের মন্ত্রিসভায় কারা থাকছেন, তা নিয়ে সারাদিন চলছিল আলোচনা। এরই মধ্যে ক্ষমতাসীন দলটির সভাপতি শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী নিয়োগ দিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। এরপর রাতে জানা গেল, নতুন মন্ত্রিসভায় যোগ দেওয়ার জন্য বেশ কয়েকজন ডাক পেয়েছেন। সে হিসেবে নতুন মন্ত্রিসভায় দেখা যায়নি একাদশ জাতীয় সংসদের পররাষ্ট্রমন্ত্রী, অর্থমন্ত্রী, কৃষিমন্ত্রীসহ ১৪ মন্ত্রীর নাম।
বাদ পড়াদের তালিকায় আছেন— অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল, পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন, পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান, কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক, বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী, স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক, বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি, সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদ, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়কমন্ত্রী মো. শাহাব উদ্দিন, পার্বত্য চট্টগ্রামবিষয়কমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং, ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, রেলমন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী ইমরান আহমদ।