গোয়াইনঘাটে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবকের মৃত্যু
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১১ জানুয়ারি ২০২৪, ৩:৩৯:০২ অপরাহ্ন
গোয়াইনঘাট থেকে নিজস্ব সংবাদদাতা: গোয়াইনঘাটে মোটরসাইকেল দুর্ঘটনায় এক যুবকের মৃত্যু হয়েছে। নিহতের নাম আব্দুর রহিম (৩২)। তিনি উপজেলার পশ্চিম জাফলং ইউনিয়নের ভাদেশ্বর গ্রামের হাবিবুর রহমানের পুত্র। গতকাল বুধবার রাত ৮টার উপজেলা সদরের পুরান বাস ষ্টেশনে এ ঘটনা ঘটে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, রহিম তার ব্যক্তিগত কাজে বিকেলে উপজেলা সদরে আসেন। কাজ শেষে বাড়ি ফেরার পথে পুরান বাস ষ্টেশনে পৌঁছামাত্র একজন পথচারী তার মোটরসাইকেলের সামনে এসে পড়লে ওই পথচারীকে বাঁচাতে গিয়ে তিনি দুর্ঘটনার শিকার হন। এতে মাথায় বড় আঘাত পেয়ে মাটিতে লুটিয়ে পড়েন। এসময় আশপাশের লোকজন এসে তাকে উদ্ধার করে গোয়াইনঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রহিমকে মৃত ঘোষণা করে।
খবর পেয়ে গোয়াইনঘাট থানার এসআই জাহাঙ্গীর আলম স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরী করেন এবং লাশ থানায় নিয়ে আসেন।
গোয়াইনঘাট থানার ওসি তদন্ত মেহদি হাসান বলেন, লাশের সুরতহাল প্রতিবেদন তৈরী করে এবং লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। ময়না তদন্তের জন্য লাশ ওসমানী হাসপাতালে প্রেরণ করা হবে।