প্রবাসীকল্যাণ প্রতিমন্ত্রী হওয়ায় শফিক চৌধুরীকে দানবীর রাগীব আলীর অভিনন্দন
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১২ জানুয়ারি ২০২৪, ১:০০:০১ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার ॥ সিলেট-২ আসনের সংসদ সদস্য ও সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি শফিকুর রহমান চৌধুরী প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নিযুক্ত হওয়ায় তাকে অভিনন্দন জানিয়েছেন মানবতার কল্যাণে নিবেদিত রাগীব-রাবেয়া ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান দানবীর ড. রাগীব আলী।
এক অভিনন্দন বার্তায় সিলেটের প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয় লিডিং ইউনিভার্সিটি এবং জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ ও হাসপাতালসহ অসংখ্য শিক্ষা, ধর্মীয় ও সেবাধর্মী প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা দানবীর ড. রাগীব আলী বলেন, একজন প্রবাসী হিসেবে প্রবাসীদের সুবিধা-অসুবিধার বিষয়টি ভালোভাবে অনুধাবন করতে পারবেন শফিকুর রহমান চৌধুরী। এর মাধ্যমে প্রবাসীদের কল্যাণে শফিক চৌধুরী আরো বেশি আন্তরিক হবেন। পাশাপাশি তার মাধ্যমে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের কার্যক্রম আরো বেগবান ও গতিশীল হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
দৈনিক সিলেটের ডাক-এর সম্পাদকমন্ডলীর সভাপতি দানবীর ড. রাগীব আলী বিবৃতিতে শফিকুর রহমান চৌধুরীকে এ পদে আসীন করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন।