শিক্ষার্থীরাই আগামীর স্মার্ট বাংলাদেশের চালিকাশক্তি: বিভাগীয় কমিশনার
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১২ জানুয়ারি ২০২৪, ২:৫২:৩১ অপরাহ্ন
সিলেটের বিভাগীয় কমিশনার আবু আহমদ ছিদ্দীকী এনডিসি বলেছেন, শিক্ষার্থীরাই হবে আগামীর স্মার্ট বাংলাদেশের হাতিয়ার, তারাই উন্নত দেশ গড়ার মূল চালিকাশক্তি। শিক্ষার্থীরা তাদের আধুনিক চিন্তা-ভাবনা ও স্মার্ট কর্মযজ্ঞের মাধ্যমে বাংলাদেশকে নেবে অনন্য মাত্রায়।
গতকাল বৃহস্পতিবার দক্ষিণ সুরমা উচ্চবিদ্যালয় মিলনায়তনে জেলা তথ্য অফিসের আয়োজনে ‘স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে আমাদের করণীয়’ শীর্ষক আলোচনা ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) দেবজিৎ সিংহের সভাপতিত্বে প্রধান অতিথি বলেন, স্মার্ট নাগরিক তৈরি করতে সরকার বদ্ধপরিকর। সরকার শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে বিভিন্ন আধুনিক সুযোগ-সুবিধা প্রদান করে আসছে-যা ব্যবহার করে শিক্ষার্থীরা নিজেদের প্রস্তুত করে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে অংশগ্রহণ করতে পারে।
তিনি আরো বলেন, শিক্ষার্থীদের স্মার্ট প্রযুক্তির সাথে পরিচিত হতে হবে, যাতে তারা উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে পারে। বর্তমানে প্রযুক্তিখাতের সাফল্যে অব্যাহত রেখে স্মার্ট শিক্ষার্থীদের হাত ধরেই দেশ পৌঁছে যাবে ২০৪১ এর স্মার্ট বাংলাদেশে।
অনুষ্ঠানে মূল প্রবন্ধ আলোচনা করেন জেলা তথ্য অফিসের উপপরিচালক মো. সালাহ উদ্দিন। এতে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন দক্ষিণ সুরমা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা বেগম নুছরত হক। -বিজ্ঞপ্তি