দুবাইয়ে দুর্ঘটনায় পাভেল নিহত গোলাপগঞ্জে দাফন সম্পন্ন
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৩ জানুয়ারি ২০২৪, ১২:১০:৩৪ অপরাহ্ন
গোলাপগঞ্জ (সিলেট) থেকে নিজস্ব সংবাদদাতা: সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে সম্প্রতি মর্মান্তিক দুর্ঘটনায় নিহত গোলাপগঞ্জের জাকারিয়া আহমেদ পাভেলের (২৪) দাফন সম্পন্ন হয়েছে। গত বৃহস্পতিবার রাতে তার মরদেহ ঢাকায় এসে পৌঁছায়। গতকাল শুক্রবার সকালে পাভেলের মরদেহ তার বাড়িতে নিয়ে আসা হয়। পরে বাদ জুম’আ বেলা দু’টায় রণকেলী উত্তর নয়া মসজিদ প্রাঙ্গণে তার জানাজা শেষে স্থানীয় টিকরবাড়ি কবরস্থানে তাকে দাফন করা হয়।
জানাজার পূর্বে উপস্থিত মুসল্লীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন বিএনপি নেতা ফয়সল আহমদ চৌধুরী, পৌর কাউন্সিলর রুহিন আহমদ খান, গোলাপগঞ্জ জামেয়া ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের ভাইস প্রিন্সিপাল জিন্নুর আহমদ চৌধুরী।
এ সময় উপস্থিত ছিলেন সাবেক পৌর মেয়র জাকারিয়া আহমদ পাপলু, গোলাপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি নোমান উদ্দিন মুরাদ, পৌর জামায়াতের আমীর মাওলানা আব্দুল খালিক, পৌর বিএনপির সাবেক সভাপতি গোলাম কিবরিয়া চৌধুরী শাহীন, পৌর কাউন্সিলর নজরুল ইসলাম, সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি-১ ও গোলাপগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আব্দুল আহাদ, সাধারণ সম্পাদক মাহফুজ আহমদ চৌধুরী, গোলাপগঞ্জ বাজার বণিক সমিতির সভাপতি আলেকুজ্জামান আলেক, সমাজসেবী আব্দুল লতিফ সরকার, এম সিরাজুল ইসলাম প্রমুখ।
এরআগে গতকাল শুক্রবার সকালে পাভেলের মরদেহ যখন তার বাড়িতে নেওয়া হয় তখন সেখানে এক হৃদয় বিদারক দৃশ্যের অবতারণা ঘটে। কান্নায় ভেঙে পড়েন পরিবারের সদস্য, সহপাঠী বন্ধু ও স্বজনরা। শেষবারের মতো তাকে দেখতে আত্মীয়-স্বজন, পাড়া-প্রতিবেশীসহ শত শত মানুষ ভিড় করেন তার বাড়িতে।
উল্লেখ্য, সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে গত ৫ জানুয়ারি শুক্রবার নিজ কর্মস্থলে দুর্ঘটনার শিকার হয়ে জাকারিয়া আহমদ পাভেলের (২৪) মৃত্যু হয়। তিনি গোলাপগঞ্জ পৌরসভার রণকেলী উত্তর গ্রামের ছব্বির আলীর ছেলে।
জানা যায়, নিহত পাভেল দুবাইয়ের একটি ইস্পাত কারখানায় কাজ করতেন। ঘটনার দিন সকালে কারখানায় ক্রেনে পরিবহন করা ইস্পাতের বার দড়ি ছিঁড়ে তার ওপর পড়ে। এতে তার শরীর থেঁতলে যায়। এ অবস্থায় তাকে দুবাই এনএমসি রয়্যাল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। জীবিকার তাগিদে সে দুই বছর আগে দুবাই গিয়েছিল। দেশে তার পরিবারে বাবা-মা, দুই ভাই এবং দুই বোন আছেন। পাভেল পরিবারের চতুর্থ সন্তান।