সিলেটে জাতীয় ফিলিস্তিন সম্মেলন
‘বৈশ্বিক ঐক্যের মাধ্যমে ফিলিস্তিন ও মসজিদে আকসা পুনরুদ্ধার করতে হবে’
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৪ জানুয়ারি ২০২৪, ১২:৪১:৫৪ অপরাহ্ন

ডাক ডেস্ক : ভারতের প্রখ্যাত আলেমে দ্বীন, আওলাদে রাসুল আল্লামা সায়্যিদ আশহাদ রাশিদী বলেছেন, যুগ যুগ ধরে ইসরায়েলি দখলদারিত্বের ফলে ফিলিস্তিনিরা নিজ ভূমিতে পরাধীন জীবন কাটাচ্ছে। খাদ্য, পানি ও বিদ্যুৎহীন গাজা উন্মুক্ত কারাগার ও মৃত্যুকূপে পরিণত হয়েছে। ফিলিস্তিনি মুসলিমদের ওপর নির্যাতন ও গণহত্যায় জাতিসংঘ দায়সারা বক্তব্য ছাড়া কিছুই করছে না। এ অবস্থায় উম্মাহর বৈশ্বিক ঐক্যের মাধ্যমে ফিলিস্তিনের স্বাধীনতা ও মসজিদে আকসা পুনরুদ্ধারে কাজ করতে হবে।
গতকাল শনিবার নগরীর শিল্পকলা একাডেমিতে জামিয়াতুল খাইর আল ইসলামিয়া সিলেটের উদ্যোগে ‘গাজায় ইসরায়েলি গণহত্যা বন্ধ, মসজিদে আকসার মুক্তি, ফিলিস্তিনি মুক্তিসংগ্রাম ও মুসলিম উম্মাহর করণীয়’ শীর্ষক জাতীয় ফিলিস্তিন সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, গত ৭ অক্টোবরের পর থেকে এ পর্যন্ত ২৪ হাজার ফিলিস্তিনিকে হত্যা করা হয়েছে। তবুও জাতিসংঘ কোনো কার্যকর ভূমিকা রাখছে না। যেন বিশ্বে মানবাধিকার ও নিপীড়িত জনগোষ্ঠীকে রক্ষার আইনকানুন মুসলমানদের জন্য প্রযোজ্য নয়।
জামিয়াতুল খাইর আল ইসলামিয়া সিলেটের প্রতিষ্ঠাতা পরিচালক মুফতি আবদুল মুনতাকিমের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য দেন ভারতের দিল্লির প্রখ্যাত আলেমে দ্বীন আল্লামা আনিস আজাদ বিলগ্রামী, সিলেট-৫ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মাওলানা হুছামউদ্দিন চৌধুরী ফুলতলী, মুফতি মিযানুর রহমান সাঈদ ঢাকা, মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী ঢাকা, মুফতি হাবীবুল্লাহ মিসবাহ ঢাকা ও মাওলানা মাহবুবুল হক।
মাওলানা আবদুল মুকতাদির, মাওলানা মাসরুর আহমদ ও মাওলানা আমীর মুহাম্মদের যৌথ সঞ্চালনায় দুপুর ২টা থেকে রাত ১০টা পর্যন্ত চলা এ সম্মেলনে আলোচনায় অংশ নেন ইমাম প্রশিক্ষণ একাডেমি সিলেটের উপপরিচালক মাওলানা শাহ মুহাম্মদ নজরুল ইসলাম, সিলেট জেলা ইমাম সমিতির সভাপতি মাওলানা এহসান উদ্দিন, মাওলানা মুসা আল হাফিজ, সিলেট মহানগর ইমাম সমিতির সভাপতি মাওলানা হাবিব আহমদ শিহাব প্রমুখ।
সম্মেলনে বক্তারা বলেন, যুগ যুগ ধরে চলা ইসরায়েলি দখলদারিত্ব, গণহত্যা ও বর্বরতায় নির্লজ্জ সমর্থন দিয়ে পশ্চিমা দেশগুলো প্রমাণ করেছে তাদের মুখে মানবাধিকার, গণতন্ত্র ও স্বাধীনতার কথা ভন্ডামি ছাড়া কিছুই নয়। ফিলিস্তিনি ভূমি থেকে ইসরায়েলের দখলদারিত্বের অবসানই মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠার একমাত্র পথ।
সভাপতির বক্তব্যে জামিয়াতুল খাইর আল ইসলামিয়ার প্রতিষ্ঠাতা পরিচালক মুফতি আবদুল মুনতাকিম বলেন, ওআইসি-আরব লীগসহ মুসলিম দেশগুলোর সকল সংস্থাকে ফিলিস্তিনে দখলদারিত্ব ও আগ্রাসনের বিরুদ্ধে অবস্থান নিতে জাতিসংঘকে বাধ্য করতে হবে। এ ক্ষেত্রে বিশ্বের মুসলিম জনগণকে স্বাধীনতাকামী ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে কন্ঠ উচ্চকিত রাখতে হবে।