কোম্পানীগঞ্জে ট্রাক-মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষে ৪ পর্যটক আহত
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৪ জানুয়ারি ২০২৪, ১২:৫৪:২৯ অপরাহ্ন

কোম্পানীগঞ্জ (সিলেট) থেকে নিজস্ব সংবাদদাতা : কোম্পানীগঞ্জে মাটি বোঝাই ট্রাকের সঙ্গে মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে চারজন আহত হয়েছেন। গতকাল শনিবার বিকেল ৪টার দিকে সিলেট-কোম্পানীগঞ্জ মহাসড়কের দলইরগাঁও পয়েন্টে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ভোলাগঞ্জ থেকে সিলেটমুখী পর্যটকবাহী একটি মাইক্রোবাস দলইরগাঁও পয়েন্টে পৌঁছালে মাটি বোঝাই একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসটি ছিটকে সড়কের পাশে গিয়ে পড়ে। পরে মাইক্রোবাসে থাকা আহতদের উদ্ধার করে পুলিশে খবর দেওয়া হয়।
ঘটনাস্থল থেকে কোম্পানীগঞ্জ থানার উপপরিদর্শক মঞ্জুর জানান, ইমরান আহমদ কারিগরি কলেজের উন্নয়ন কাজে নিয়োজিত ট্রাকটি দলইরগাঁও পয়েন্ট হয়ে কলেজের দিকে মোড় নিচ্ছিল।
এসময় দ্রুতগতির মাইক্রোবাসটি ট্রাকের সঙ্গে ধাক্কা খায়। এতে সুমনা, সামিয়ান আহমেদ ও ফাতেমা বেগমসহ মাইক্রোবাসের চার পর্যটক গুরুতর আহত হয়। আহতদের বাড়ি সিলেটের কানাইঘাট উপজেলার গাছবাড়ি নারাইনপুর ও বানিগ্রামে। তাদেরকে সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম দস্তগীর আহমেদ বলেন, মাইক্রোবাসের যাত্রীরা সাদা পাথর পর্যটন স্পটে ঘুরতে এসেছিল। দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি উদ্ধারের চেষ্টা চলছে।