আম্বরখানা থেকে ৪টি চোরাই সিএনজি উদ্ধার ॥ গ্রেফতার ১
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৪ জানুয়ারি ২০২৪, ৪:১৯:১০ অপরাহ্ন
ডাক ডেস্ক : সিলেট নগরীর আম্বরখানা কলবাখানী চাষনীপীর রোডের একটি বাসা থেকে ২টি এবং মজুমদারী থেকে ২টি নম্বরবিহীন চোরাই সিএনজি আটক করেছে পুলিশ। গত শুক্রবার রাত পৌনে ২টার দিকে এয়ারপোর্ট থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে ৪টি চোরাই সিএনজি গাড়ি আটক করে।
এ সময় চোরাই সিএনজি ক্রয়-বিক্রয়ের সাথে জড়িত জালাল মিয়া (৩০) কে আটক করে পুলিশ। সে এয়ারপোর্ট থানার লালবাগ এলাকার বাসিন্দা এবং বর্তমানে কলবাখানী সামছু ভিলার বসবাস করেন।
এয়ারপোর্ট থানার আম্বরখানা পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই সুজিত চক্রবর্তীর নেতৃত্বে একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে চাষনীপীর রোডের সামছু ভিলায় অভিযান চালিয়ে জালাল মিয়ার ভাড়া বাসা হতে ২টি নম্বরবিহীন সিএনজি অটোরিক্সা আটক করে। পরে আটক জালাল মিয়ার দেয়া তথ্যের ভিত্তিতে মজুমদারী এলাকার একটি ওয়ার্কশপ থেকে আরো দুটি সিএনজি অটোরিক্সা জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে চোরাই সিএনজি ক্রয়বিক্রয়ের সাথে জড়িত আরো ৪/৫ জনের নাম প্রকাশ করে। এ ব্যাপারে এয়ারপোর্ট থানায় মামলা দায়ের করে আসামীকে আদালতে সোপর্দ করা হয়েছে।