হাকালুকি হাওরপাড়ে চলছে মাছের মেলা
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৫ জানুয়ারি ২০২৪, ৪:১১:৩০ অপরাহ্ন
আব্দুল আজিজ, রাজনগর থেকে : আবহমান বাংলার ঐতিহ্য পৌষ সংক্রান্তি উপলক্ষে দু’দিন ধরে হাকালুকি হাওরপাড়ে চলছে মাছের মেলা। মেলায় কোটি টাকার বেচাকেনা হবে-এমনটা আশা ব্যবসায়ীদের। দূর-দূরান্ত থেকে মাছ ব্যবসায়ীরা এসে ক্রয় করে নিচ্ছেন সেগুলো। যা সিলেট ও মৌলভীবাজার জেলার স্থানীয় বাজারে বিক্রি হবে।
মাছের এমন দৃশ্য দেখা যায় বড়লেখা উপজেলার হাকালুকি হাওরের বালিজুড়ি, জল্লার পার ও জল্লা বিলের পাড়ে। ব্যবসায়ী ক্রেতারা জানান, কোটি টাকার মাছ বেচাকেনা হবে এখানে।
সংশ্লিষ্ট মৎস বিভাগ সূত্রে জানা গেছে, বছর দু’য়েক যাবত কইয়ার কোনা ও মইয়াজুড়ি অভয়াশ্রম রিজার্ভ থাকার কারণে পাশের বিলগুলোতে মাছের উৎপাদন বৃদ্ধি পেয়েছে। কিন্তু মাছের আকার আকৃতি তেমন বড় হয়নি। ইজারাদাররা প্রচুর মাছ বিক্রি করেছে। কোটি টাকার মাছ বিক্রি অসম্ভব নয়।
হাকালুকি হাওরের বালিজুড়ি বিলের পারে গেলে কথা হয় প্রান্তিক জেলে সুবোধ বিশ্বাস, মতলিব মিয়া ও ওয়াহিদুর রহমানের সাথে। তারা বলেন, আমরা দিনমজুর হিসেবে কাজ করি। প্রতিদিন ৫০০ টাকা পাই। সকাল ৮টা থেকে কাজে আসি বিকেল ৪টায় বাড়ি ফিরি। জাল দিয়ে মাছ ধরে নৌকায় তোলা আমাদের কাজ। প্রতিজনে ৪/৫ মন করে মাছ ধরি। এখানে ২০/২৫ জন এই কাজে নিয়োজিত রয়েছেন।
মাছ ক্রয় করতে আসা ব্যবসায়ী কুলাউড়া উপজেলার মানিক মিয়া বলেন, এখানে নিলাম ডাকের মাধ্যমে মাছ বিক্রি হয়। আমি ৬০ হাজার টাকার মাছ ক্রয় করেছি। এভাবে ব্যবসায়ীরা ১ থেকে ২ লাখ টাকার নিলামে অংশগ্রহণ করেন।
আরেক ব্যবসায়ী আব্দুল লতিফ বলেন, কুলাউড়া, বড়লেখা, বিয়ানীবাজার ও ফেঞ্চুগঞ্জ থেকে আমরা ৪০ থেকে ৫০ জন আসছি। আমাদের টার্গেট দেড় ২ লাখ টাকার ডাকে অংশ নেব।
নাম প্রকাশ না করার শর্তে ইজারাদারদের পক্ষের এক ব্যক্তি বলেন, দ্’ুদিনে কোটি টাকার মাছ বিক্রি হবে। আমরা লাভবান হবো। ভাইরাল হওয়ার আতংকে ছবি তুলতে নিষেধ করি।
বড়লেখা উপজেলা মৎস কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান বলেন, বালিজুড়ি, জল্লারপার ও জল্লা বিল মন্ত্রণালয় থেকে ইজারা হয়। ওই বিলের পাশেই রয়েছে মাছের অভয়াশ্রম। দু’য়েক বছর যাবত কইয়ার কোনা ও মইয়াজুড়ি অভয়াশ্রম রিজার্ভ থাকার কারণে পাশের বিলগুলোতে মাছের উৎপাদন বৃদ্ধি পেয়েছে। মাছের সাইজ বড় না হলেও সংখ্যা অনেক বেড়েছে। এতে ইজারাদাররা লাভবান হচ্ছেন। কোটি টাকার মাছ বেচাকেনা অসম্ভবের কিছু না।