জুড়িতে সড়কে প্রাণ গেল স্কুল ছাত্রীর
শিববাড়িতে কালনী এক্সপ্রেসের ধাক্কায় দুমড়ে মুচড়ে গেলো ট্রাক
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৫ জানুয়ারি ২০২৪, ৪:২৭:৩৪ অপরাহ্ন
ডাক ডেস্ক : সিলেটের দক্ষিণ সুরমা ও মৌলভীবাজারের জুড়িতে পৃথক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে এক স্কুল ছাত্রী। গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন আরেক ছাত্রী। গতকাল রোববার এসব দুর্ঘটনা ঘটে।
দক্ষিণ সুরমা প্রতিনিধি জানান, গতকাল রোববার সকাল সাড়ে ৬টার দিকে সিলেটের দক্ষিণ সুরমার শিববাড়ি এলাকায় রেললাইনের ওপর দাঁড়িয়ে থাকা ট্রাকের সঙ্গে ঢাকাগামী কালনী এক্সপ্রেসের সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ট্রাকটি দুমড়ে-মুচড়ে যায়।
তবে, ট্রাকে কেউ না থাকায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। এছাড়া, ট্রেন চলাচলেও কোনো বিঘœ ঘটেনি। বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাফিউল ইসলাম পাটোয়ারি।
জুড়ি থেকে আমাদের নিজস্ব সংবাদদাতা জানান, জুড়িতে একটি মাইক্রোবাসের ধাক্কায় খাদেজা জান্নাত সুলতানা (১২) নামে ৭ম শ্রেণির এক ছাত্রী নিহত হয়েছে। এ ঘটনায় কুলসুমা বেগম (১৪) নামে ৯ম শ্রেণির অপর ছাত্রী গুরুতর আহত হয়। গতকাল রোববার দুপুর সাড়ে ১২টায় উপজেলার সীমান্তবর্তী ফুলতলা ইউনিয়নের বিরইনতলা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত খাদেজা বিরইনতলা গ্রামের আব্দুল জলিল জয়নালের মেয়ে এবং আহত কুলসুমা একই গ্রামের মফিজ আলীর মেয়ে। তারা দুজন স্থানীয় রাঘনা-বটুলী উচ্চ বিদ্যালয়ের ছাত্রী।
বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মাওলানা সিরাজুল ইসলাম জানান, খাদেজা ও কুলসুমা বিদ্যালয়ে থেকে বাড়ির দিকে যাচ্ছিল। বাড়ির পাশে যাবার পর পিছন থেকে একটি মাইক্রোবাস তাদের সজোরে ধাক্কা দেয়। ওই গাড়ির চালক অন্য একজনকে চালানো শিখাচ্ছিলেন। গাড়ির ধাক্কায় খাদেজা ও কুলসুমা সড়কের পাশে ছিটকে পড়ে। আহতাবস্থায় তাদের উদ্ধার করে জুড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লে¬ক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক খাদেজাকে মৃত ঘোষণা করেন।
ফুলতলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল আলীম সেলু জানান, নিহত খাদেজার লাশ ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে এবং আহত কুলসুমাকে উন্নত চিকিৎসার জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় খাদেজার পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তÍুতি চলছে বলেও জানান তিনি।