প্রতিমন্ত্রী হয়ে প্রথম সিলেট সফরে এলেন শফিক চৌধুরী
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৫ জানুয়ারি ২০২৪, ৮:১৫:২৯ অপরাহ্ন
অনলাইন ডেস্ক : প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব গ্রহণের পর এই প্রথম সিলেট সফরে এলেন সিলেট-২ আসনের সংসদ সদস্য শফিকুর রহমান চৌধুরী। তাঁর এই আগমনে সিলেট ওসমানী বিমানবন্দরে তাকে ফুলেল শুভেচ্ছা জানান দলের নেতাকর্মীরা।
বিকেল ৫টা ২৫ মিনিটে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রীর শফিকুর রহমান চৌধুরী। বিমানবন্দর থেকে বেরিয়ে তিনি নগরীর চৌহাট্টাস্থ কেন্দ্রীয় শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন।
পরে শাহজালাল ও শাহপরাণ (রাহ.)-এর মাজার জিয়ারত করেন তিনি।
এ সময় তিনি সাংবাদিকদের বলেন, ‘দেশের আমূল পরিবর্তন হয়েছে। দেশ উন্নয়নের মহাসড়কে চলছে। আমরা সিলেটবাসী উন্নয়নের মহাসড়কের সাথে থাকতে চাই।’
প্রতিমন্ত্রী আরও বলেন, ‘একটি গোষ্ঠী নির্বাচন বানচাল করতে চেয়েছিল। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন হয়েছে। কোন ষড়যন্ত্র কাজে লাগবে না। সকল ষড়যন্ত্রকে অতিক্রম করে আমরা এগিয়ে যাবো।’
এ সময় উপস্থিত ছিলেন সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দ ও সিলেট সিটি করপোরেশনের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী।