প্রবাসীর স্ত্রীর ঘরে মিলল আওয়ামী লীগ নেতার লাশ
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৬ জানুয়ারি ২০২৪, ১১:২০:১৬ অপরাহ্ন
অনলাইন ডেস্ক : প্রবাসীর স্ত্রীর ঘর থেকে রিপন মল্লিক (৫০) নামে এক আওয়ামী লীগ নেতার লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সোমবার রাত ১১টার দিকে ঝালকাঠির শহরতলির কৃষ্ণকাঠি এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় এক নারীকে আটক করেছে পুলিশ।
নিহত রিপন মল্লিক ঝালকাঠি পৌর এলাকার ৩ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি। আটক শিরিন আক্তার কৃষ্ণকাঠি এলাকার সৌদি প্রবাসী কামাল হোসেনের স্ত্রী। পুলিশ তাঁর ঘর থেকে রিপনের রক্তাক্ত লাশটি উদ্ধার করে। রিপন মল্লিকের সঙ্গে শিরিন আক্তারের পরকীয়া প্রেম ছিল বলে স্থানীয়রা জানিয়েছেন।
পুলিশ, নিহতের স্বজন এবং স্থানীয়রা জানান, কৃষ্ণকাঠি মল্লিক বাড়ির বাসিন্দা আওয়ামী লীগ নেতা রিপন মল্লিক প্রায়ই সৌদিপ্রবাসী কামালের স্ত্রী শিরিন আক্তারের ঘরে আসা-যাওয়া করতেন। শিরিনের ছেলে ইমন হোসেন চার দিন আগে ঢাকায় চলে যায়। শিরিন ঘটনার দিন তাঁর ঘরে একা ছিলেন। রাত সাড়ে ১১টার দিকে শিরিন তাঁর ঘরে থেকে চিৎকার শুরু করেন।
এ সময় আশপাশের মানুষ শিরিনের ঘরে গিয়ে রিপন মল্লিককে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে তাঁকে উদ্ধার করে সদর হাসপাতালে নিলে চিকিৎসক রিপন মল্লিককে মৃত ঘোষণা করেন।
নিহত রিপনের ছোট ভাই সমীর মল্লিক বলেন, ‘আমাকে স্থানীরা ফোন করে জানায়, আমার ভাইকে মেরে মাথা ফাটিয়েছে। পরে শিরিনের ঘরে এসে দেখি মেঝেতে রক্ত লেগে আছে। আর আমার ভাইকে হাসপাতালে নিয়ে গেছে। তখন শিরিন তাঁর ঘরেই বসে ছিল।’
ঝালকাঠির অতিরিক্ত পুলিশ সুপার মো. মুহিতুল ইসলাম বলেন, ‘লাশের সুরতহাল শেষে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি হত্যাকাণ্ড। শিরিন আক্তারের সঙ্গে রিপন মল্লিকের পরকীয়া সম্পর্ক ছিল বলে তথ্য পেয়েছি। আমরা শিরিনকে আটক করেছি। রিপন মল্লিকের মরদেহ ময়নাতদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।’ -কালের কন্ঠ