দানবীর ড. রাগীব আলীর শোক
গোলাপগঞ্জে মুক্তিযোদ্ধা কমান্ডার তোতা মিয়ার ইন্তেকাল
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৭ জানুয়ারি ২০২৪, ১২:৫৯:৪০ অপরাহ্ন
গোলাপগঞ্জ (সিলেট) থেকে নিজস্ব সংবাদদাতা : মুক্তিযোদ্ধা সংসদ গোলাপগঞ্জ উপজেলা কমান্ডের সাবেক কমান্ডার, সিলেট জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক সাংগঠনিক কমান্ডার ও গোলাপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা তোতা মিয়া আর নেই। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
গতকাল মঙ্গলবার দুপুর ১২টা ৪৫ মিনিটের সময় সিলেট নগরীর টিলাগড়স্থ নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি উপজেলার বাঘা ইউনিয়নের উত্তরগাঁও বড়বাড়ীর হাজী নছির উদ্দিনের পুত্র। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০ বছর। তিনি স্ত্রী, দুই পুত্র ও এক কন্যাসহ অসংখ্য আত্মীয়স্বজন রেখে গেছেন।
গতকাল মঙ্গলবার বাদ এশা বাঘা উত্তরগাঁও জামে মসজিদ প্রাঙ্গণে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁর দাফন সম্পন্ন হয়। এ সময় উপস্থিত মুসল্লিদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন গোলাপগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান মঞ্জুর কাদির শাফি চৌধুরী এলিম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিক আহমদ, গোলাপগঞ্জ পৌরসভা সাবেক মেয়র জাকারিয়া আহমদ পাপলু, বাঘা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুস সামাদ, গোলাপগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর সভাপতি সাংবাদিক আব্দুল আহাদ, বাঘা গোলাপ নগর আরবিয়া ইসলামিয়া মাদ্রাসার মুহতামিম হাফিজ জামিল আহমদ, বাঘা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইকবাল আহমদ।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি জিল্লুর রহমান, আবুল ফজল চৌধুরী সাহেদ, উপজেলা আওয়ামী লীগ নেতা আবুল লেইছ, নাজিমুল হক লস্কর, ছাদেক আহমদ, বাঘা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান কবির আহমদ, গোলাপগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহফুজ আহমদ চৌধুরী, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের গোলাম দস্তগীর খান ছামিন, মঞ্জিল আহমদ। এর আগে বিকেলে গোলাপগঞ্জ উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বীর মুক্তিযোদ্ধা তোতা মিয়াকে গার্ড অব ওনার প্রদান করা হয়।
এ সময় বীর মুক্তিযোদ্ধাদের মধ্যে উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা সংসদ সিলেট জেলা ইউনিটের সাবেক কমান্ডার লুৎফুর রহমান লেবু, মুক্তিযোদ্ধা সংসদ সিলেট জেলা ইউনিটের সাবেক অর্থ কমান্ডার সোয়েব আহমদ, সাবেক শ্রম কমান্ডার সেলিম আহমদ ফলিক, মুক্তিযোদ্ধা সংসদ গোলাপগঞ্জ উপজেলা কমান্ডের সাবেক কমান্ডার আলহাজ্ব শফিকুর রহমান, মুক্তিযোদ্ধা সংসদ সিলেট সদর উপজেলা ইউনিটের সাবেক কমান্ডার ইরশাদ আলী প্রমুখ।
এদিকে বীর মুক্তিযোদ্ধা তোতা মিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এমপি, গোলাপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি লুৎফুর রহমান, সাধারণ সম্পাদক রফিক আহমদ, গোলাপগঞ্জ পৌরসভার মেয়র আমিনুল ইসলাম রাবেল, জেলা আওয়ামী লীগের সদস্য সৈয়দ মিছবাহ উদ্দিন, সাপ্তাহিক সকালের দিগন্ত পত্রিকার সম্পাদক ও প্রকাশক সাংবাদিক সৈয়দ জেলওয়ার হোসেন স্বপন, আমুড়া ইউনিয়ন চেয়ারম্যান সৈয়দ হাসিন আহমদ মিন্টু, ফুলবাড়ি ইউনিয়ন চেয়ারম্যান আব্দুল হানিফ খান প্রমুখ। তারা বীর মুক্তিযোদ্ধা তোতা মিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন।
দানবীর ড. রাগীব আলী শোক
মুক্তিযোদ্ধা সংসদ সিলেট জেলা ইউনিটের সাবেক সাংগঠনিক কমান্ডার বীরমুক্তিযোদ্ধা তোতা মিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন মানবতার কল্যাণে নিবেদিত রাগীব-রাবেয়া ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এবং দৈনিক সিলেটের ডাক এর সম্পাদকমন্ডলীর সভাপতি ও প্রবাসে মুক্তিযুদ্ধের সংগঠক দানবীর ড. রাগীব আলী। এক শোক বার্তায় দানবীর ড. রাগীব আলী বলেন, বীরমুক্তিযোদ্ধা তোতা মিয়া সজ্জন ও প্রাণবন্ত মানুষ ছিলেন। মুক্তিযুদ্ধে তাঁর বীরত্ব, স্বাধীনতা পরবর্তীকালে দেশ গঠনে ভূমিকা, মুক্তিযোদ্ধাদের কল্যাণে তাঁর উদ্যোগ ও অক্লান্ত পরিশ্রমের কথা দানবীর ড. রাগীব আলী কৃতজ্ঞতার সাথে স্মরণ করেন। তিনি তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।