প্রবাসীদের যে সুখবর দিল সৌদি আরব
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৯ জানুয়ারি ২০২৪, ৮:১৮:০২ অপরাহ্ন
অনলাইন ডেস্ক : বছরের শুরুতেই প্রবাসীদের সুখবর দিল সৌদি আরব। ভিসা নিষেধাজ্ঞা নিয়ে প্রবাসীদের স্বস্তির খবর দিয়েছে দেশটি। ভিসার (ইকামা) মেয়াদ শেষ হওয়ায় দেশে ফিরতে না পারা প্রবাসীদের জন্য এ স্বস্তির বার্তা দিয়েছে দিয়েছে দেশটির সরকার। বুধবার (১৭ জানুয়ারি) সৌদি আরবের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সৌদি গেজেট ওকাজ নিউজের বরাতে এ তথ্য জানিয়েছে।
সৌদি আরবের পাসপোর্ট অধিদপ্তর (জাওয়াজাত) জানিয়েছে, যেসব প্রবাসী ভিসার মেয়াদ শেষ হয়ে যাওয়ার কারণে নিজ দেশে ফিরতে পারেননি, তাদের ওপর থেকে তিন বছরের নিষেধাজ্ঞা তুলে নিয়েছে রিয়াদ। এ জন্য দেশের বাইরে অবস্থান করা এবং পুনঃপ্রবেশে ভিসার মেয়াদ শেষ হওয়ায় ফিরতে না পারা প্রবাসীদের প্রবেশের জন্য সংশ্লিষ্ট সব বিভাগ এবং সমুদ্র, বিমান ও স্থলবন্দরকে নির্দেশ দেওয়া হয়েছে।
সৌদি গেজেটের প্রতিবেদনে বলা হয়েছে, নতুন করে এ নির্দেশনাটি মঙ্গলবার (১৬ জানুয়ারি) থেকে কার্যকর হয়েছে। এর আগে ব্যবসায়ীদের দাবির মুখে দেশটির বাইরে যাওয়ার পর ভিসার মেয়াদের মধ্যে ফিরে না প্রবাসীদের তিন বছরের নিষেধাজ্ঞা জারি করেছিল অধিদপ্তর।
ব্যবসায়ীদের দাবি, শ্রমিক রেসিডেন্সি পারমিট (ইকামা), ওয়ার্ক পারমিট এবং রিটার্ন টিকিটের নরায়ন ফি না দেওয়ার তারা আর্থিক ক্ষতির মুখে পড়তেন। এ জন্য মন্ত্রিপরিষদের সিদ্ধান্তের ভিত্তিতে নির্ধারিত সময়ের মধ্যে ফেরত না আসা শ্রমিকদের প্রবেশে নিষেধাজ্ঞার দাবি জানিয়েছিলেন নিয়োগকর্তারা।
নতুন করে নিষেধাজ্ঞা তুলে নিলেও শর্তারোপ করেছে সৌদি। এতে বলা হয়েছে, কর্মীকে ট্রাফিক আইন লঙ্ঘনের জন্য সমস্ত বকেয়া জরিমানা হিসেবে দিতে হবে। যেসব শ্রমিকের ভৈধ ভিসা নেই তারা সৌদি আরবে ফেরত আসলে বিষয়টি নিশ্চিত করার পর ভিসা দেওয়া হবে। এ ছাড়া শ্রমিকদের ৯০ দিন বা তার বেশি মেয়াদের পাসপোর্ট দেওয়া হবে এবং সেখানে তাদের আঙুলের ছাপ থাকতে হবে।